সীমান্ত হাট দু’দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে: প্রণয় ভার্মা

::
প্রকাশ: ২ years ago

সিলেট ব্যুরো:
ভারত-বাংলাদেশের মধ্যে সীমান্ত হাট চালু হওয়ায় দুই দেশের বন্ধুত্ব আরও সুগভীরে হতে চলেছে। পাশাপাশি সীমান্তে এলাকার বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ীরা ব্যবসা করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করার সুযোগ সৃষ্টি করতে পারবে বলে জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি রিংগো সীমান্ত হাট পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে ভারতীয় হাই কমিশনার বলেন,এখানে এসে সত্যি খুব ভালো লাগছে। এই হাটগুলোকে আমরা আরো উন্নতি করবো।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৫ আসনের সাংসদ সদস্য মহিবুর রহমান মানিক, পুলিশ সুপার মো.এহসান শাহসহ আরও অনেকেই।

প্রসঙ্গত, গত ১২ মে দোয়ারাবাজার উপজেলার বোগলা ইউনিয়নে চালু হয়েছে দুই দেশের রিংকু বর্ডার হাট। আর এই নতুন সীমান্ত হাট বৃহস্পতিবার পরিদর্শনে আসেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।

সিলেট/অমিতা/১৫ ডিসেম্বর ২০২২