সিলেট বোর্ডের এসএসসি ফলাফলে ধস

::
প্রকাশ: ২ years ago

সিলেট ব্যুরো: 
চলতি বছরের মাধ্যমিক স্কুল সাটিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে সিলেট সিলেট শিক্ষা বোর্ডের পাশের হার ৭৮ দশমিক ৮২ শতাংশ। অন্যান্য বোর্ডের তুলনায় সবচেয়ে পিছিয়ে আছে এই বোর্ড।

সংশ্লিষ্টরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগ বন্যার প্রভাবে এই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিঘ্নিত হয়েছে পরীক্ষার্থীদের পড়াশোনা। যার প্রভাব পড়েছে সিলেট শিক্ষা বোর্ডের ফলাফলেও।

সারা দেশের ন্যায় সোমবার (২৮ নভেম্বর) দুপুরে সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল এসএসসি পরীক্ষা -২০২২ এর ফলাফল গণমাধ্যমের সম্মুুখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২২ সালে পরীক্ষার্থী ছিল ১লাখ ১৬ হাজার ৪৯০ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৩৯১ পরীক্ষার্থী। যার গড় দাঁড়িয়েছে ৭৮ দশমিক ৮২ শতাংশ। আর সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৫৬৫ জন। তিন শাখার মধ্যে বিজ্ঞান শাখায় ২০২২ সালের পরীক্ষায় অংশগ্রহণ করেন ২৩ হাজার ৩১৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হন ২৩ হাজার ২৩০ জন। মানবিক শাখায় অংশগ্রহণ করেন ৮৪ হাজার ২৭৩ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৩ হাজার ৩১৫ জন এবং বাণিজ্যিক শাখায় অংশগ্রহণ করে ৮ হাজার ৮৯৯ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮ হাজার ৮৪৬ জন।

তিন শাখায় এবার এসএসসি পরীক্ষায় ছেলে পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন ৪৯ হাজার ৫১০ জন। এর মধ্যে পাস করে ৪৯ হাজার ৮৭ জন পরীক্ষার্থী। মেয়েরা অংশগ্রহণ করেছেন ৬৬ হাজার ৯৮০ জন। পাস করেছেন ৬৬ হাজার ৩০৪ পরীক্ষার্থী।

সিলেট বোর্ডের অধীনে চার জেলার মধ্যে সিলেট জেলায় এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪৩ হাজার ৪৮০ পরীক্ষার্থী। পাস করে ৩৬ হাজার ১৩ জন। এ জেলায় সর্বোচ্চ জিপিএ -৫ পেয়েছে ৩ হাজার ৫৯৮ পরীক্ষার্থী। গড় দাঁড়ায় ৮২ দশমিক ৮৩ শতাংশ। হবিগঞ্জ জেলায় এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২৩ হাজার ৮৯ পরীক্ষার্থী। এর মধ্যে পাস ১৭ হাজার ৭১৭ পরীক্ষার্থী। জেলায় সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩৪৩ পরীক্ষার্থী। যার গড় দাঁড়ায় ৭৬ দশমিক ৭৩ শতাংশ। মৌলভীবাজার জেলায় ২৫ হাজার ৩৪৩ জন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছেন ১৮ হাজার ৬০৯ জন। এ জেলায় সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬৫৬ জন। গড় ৭৩ দশমিক ৪৩ শতাংশ।সুনামগঞ্জ জেলায় অংশ নেয় ২৩ হাজার ৪৭৯ জন। পাস করেছেন ১৮ হাজার ৬০৯ জন। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৯৬৮ জন। গড় ৭৯ দশমিক ২৬ শতাংশ।

সিলেট শিক্ষা বোর্ডের এসএসসির ৫ বছরের ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, ২০১৮ সালে এই বোর্ডের পাসের হার ছিল ৭০ দশমিক ৪২ শতাংশ। ২০১৯ সালে পাসের হার ৭০ দশমিক ৮৩ শতাংশ। ২০২০ সালে পাসের হার ৭৮ দশমিক ৭৯ শতাংশ। ২০২১ সালে পাসের হার ৯৬ দশমিক ৭৮ শতাংশ এবং সর্বশেষ ২০২২ সালে পাসের হার ৭৮ দশমিক ৮২ শতাংশ। গত পাঁচ বছরের মধ্যে এসএসসির ভালো ফলাফল ছিল ২০২১ সালে।

অধ্যাপক অরুণ চন্দ্র পাল জানান, সিলেট শিক্ষাবোর্ডের অধীন ৯৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ১৫০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ২৭টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। একজনও পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা শূন্য। বিগত বছরের চেয়ে এবার জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা ২ হাজার ৭৩১ জন বেড়েছে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বন্যার প্রভাবে শিক্ষার্থীদের ব্যাপক ক্ষতি হয়েছে। যার প্রভাব পড়েছে এবারের এসএসসির ফলাফলেও।

 

সিলেট/ অমিতা সিনহা/ ২৮ নভেম্বর ২০২২