সিলেটে দোকান পুড়ে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

::
প্রকাশ: ২ years ago

সিলেট ব্যুরো:
সিলেট শহরের কাজিরবাজার এলাকায় অগ্নিকান্ডে একাধিক দোকান পুড়ে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ৩টায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব কাজিরবাজার এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হানিফ মিয়ার দোকানসহ কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে পুড়ে যায়। এ সময় দোকানের প্লাস্টিকের দরজা, জানালা, গুদামজাত পাটের বস্তাসহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে ফার্য়ার সার্ভিসের একাধিক টিম এসে ১৫টি অগ্নিনির্বাপণ গাড়ি প্রয়োগ করে টানা দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ড হয়েছে।

সিলেট/অমিতা/৪ জানুয়ারি ২০২৩