সিলেটে পৃথক দুর্ঘটনায় ৫ জনের প্রাণহানি হয়েছে। জেলার দক্ষিণ সুরমায় কামালবাজার এলাকায়, বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের জাহারগাঁও এলাকায়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ও মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্ত এলাকায় ইসলামপুরে দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন- রুহেল আহমদ(২৫), নুরুল ইসলাম(২১), সুরমান আলী ঝুমন (২৭), মো. সাইফুর রহমান (৩৪) এবং ইমন আহমেদ ২১ মাসের শিশু।
পাবলিক রিঅ্যাকশনের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পুলিশ ও স্থানীয়রা জানান, সিলেটের দক্ষিণ সুরমায় নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২২ মে) দুপুরে দক্ষিণ সুরমার কামালবাজার এলাকার বেটুয়ারমুখ এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- কামালবাজার এলাকার হাজরাই গ্রামের আকমল আলীর ছেলে রুহেল আহমদ (২৫) ও একই এলাকার মাঝপাড়া গ্রামের মোখলেস মিয়ার ছেলে নুরুল ইসলাম (২১)। এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল হোসেন জানান, বেটুয়ারমুখ এলাকার আবুল মিয়ার নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ছাদ ধসে গিয়ে ঘটনাস্থলেই এ দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন। লাশ দুটি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রাখা আছে।
এদিকে সিলেটের বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় স্বর্ণ কারিগরের মৃত্যু হয়েছে। সোমবার (২২ মে) সকালে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের জাহারগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরমান আলী ঝুমন (২৭) মোটরসাইকেল আরোহী ছিলেন। ঝুমন বিশ্বানথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সত্তিশ নোয়াগাঁও গ্রামের মৃত আনফর আলীর ছেলে। তিনি পেশায় সুরমান একজন সোনার কারিগর। সোমবার সকাল ১০টার দিকে ঝুমন তার ছোট ভাই কাওছার আহমদের সঙ্গে মোটরসাইকেলযোগে বিশ্বনাথ পৌরশহরে আসছিলেন। পথিমধ্যে জাহারগাঁও নামক স্থানে আসামাত্র মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুজন রাস্তায় পড়ে গিয়ে আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানে হয়। একসময় দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। অপরদিকে, সড়ক দুর্ঘটনায় আহত ঝুমনের ভাই কাওছার চিকিৎসা শেষে বাড়ি ফেরেন। বলে নিশ্চিত করেন বিশ্বনাথ থানার ডিউটি অফিসার।
অপরদিকে মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্ত এলাকায় সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার দুপুর ১টায় ইসলামপুর ইউনিয়নের গোলেরহাওর চৌমুহনীতে এ ঘটনা ঘটে। নিহত মো. সাইফুর রহমান (৩৪) গোলেরহাওয় গ্রামের মো. আং সোবহানের পুত্র। সোমবার সাইফুর রহমান ও তার বন্ধু গফফার মোটরসাইকেলযোগে গোলেরহাওরস্থ নিজ বাড়িতে যাচ্ছিলেন। গোলেরহাওর চৌমুহনী এলাকায় আসলে পিছন থেকে আসা একটি সিএনজি অটোরিক্সা মোটরসাইলকে ধাক্কা দিলে রাস্তার পাশে থাকা ওয়াফাই লাইনের খুঁটির ধাক্কা লাগলে সাইফুর রহমান গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়। কমলগঞ্জের ওসি সঞ্জয় চক্রবর্তী র বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করেছে সেনাবাহিনীরা। পরে তাকে সিলেট সেনা সদরে নিয়ে যায়।
অন্যদিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ঘরের আলমারি পড়ে ইমন আহমেদ নামে ২১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ইমন একই এলাকার মনির হোসেনের ছেলে। সোমবার সকালে ইমন ঘরে খেলাধুলার এক পর্যায়ে ঘরে থাকা আলমারিতে ধাক্কা দেয়। এ সময় দুর্ঘটনা বশত তার ওপর আলমারিটি পড়ে যায়। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত বলে নিশ্চিত করেন হবিগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোল্লা আবেদুর রেজা।
সিলেট/ অমিতা সিনহা/ ২২ মে, ২০২৩
আমাদের ইউটিউব চ্যানেলে ভার্চুয়াল মতামত ও অন্যান্য ভিডিও পাবেন।
গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।
Public Reaction একটি মতামতভিত্তিক সাইট।
মূলধারার সংবাদ এবং মতামত, প্রবন্ধ, গল্প, কবিতাসহ সৃজনশীল লেখা প্রকাশের একটি মুক্তমাধ্যম এটি। লিখুন আপনিও।
ইমেইল: opinion2mail@gmail.com, info@publicreaction.net