সিলেটের রাজপথে নৌকার প্রচারণায় নায়ক ফেরদৌস

:: সিলেট ব্যুরো ::
প্রকাশ: ২ years ago

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে এবার সিলেটের রাজপথে নৌকার প্রার্থীর প্রচারণায় গণসংযোগ করলেন চিত্রনায়ক ফেরদৌস।

এ সময় নানা বয়সের মানুষ বাংলার চিত্র নায়ক ফেরদৌসকে পেয়ে কেউ সেলফি, কেউ অটোগ্রাফ নিচ্ছেন। আর অনেকেই একফলক দেখতে ছুটে আসেন নায়কের কাছে।

বুধবার (১৪ জুন, ২০২৩) বিকেলে সিলেট শহরের প্রাণ কেন্দ্র জিন্দাবাজার, তালতলা, মির্জাজাঙ্গাল, লামাবাজার, চৌহাট্টাসহ বেশ কিছু স্থানে মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীক লিফলেট হাতে নিয়ে গণসংযোগ করেন। এসময় মহানগরীর ব্যবসায়ী দোকান ঘর ও শপিংমলগুলো পরিদর্শন করেন নায়ক।

গণসংযোগকালে ফেরদৌস বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ২১ তারিখ নৌকা মার্কায় ভোট দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেটেও অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য দেশের অন্যান্য সিটির তুলনায় সিলেট সিটিতে আশানুরূপ উন্নয়নের ছোয়া লাগেনি। আসছে ২১ জুন নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সিলেটে ব্যাপক উন্নয়ন হবে। নৌকা মার্কার জয় মানে শেখ হাসিনার জয়, বাংলাদেশের জয়।

সিলেট/ অমিতা সিনহা/ ১৪ জুন ২০২৩