সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের তিন সহযোগী গ্রেপ্তার

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ২ মাস আগে

রাজধানী ফার্মগেট এলাকার ফার্মভিউ সুপার মার্কেট থেকে চাঁদাবাজি মামলার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ৩ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন- আব্দুল মালেক খান (৫০), শামীম আহমেদ (৫০) ও নুরুন ইসলাম আকন (৪৮)।

বুধবার (২০ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন।

তিনি জানান, আজ ফার্মগেট এলাকার একটি মার্কেটে অভিযান চালিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের তিন সহযোগীকে একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে তিনজন পুলিশ হেফাজতে আছে।