সাকিব আল হাসানের বাড়িতে হঠাৎ পুলিশ পাহারা

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১ বছর আগে
সংগৃহীত ছবি

জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশব মোড়ের সাহাপাড়ার বাড়ির সামনে পুলিশ পাহারা বসানো হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) রাত থেকে ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়ির সামনে পুলিশ পাহারা দিতে দেখা যায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের নাম ঘোষণার আগেই পুলিশ পাহারা বসানোয় এলাকায় তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন কেনার পর থেকেই আলোচনায় সাবিক আল হাসান। এর আগে সাকিব আল হাসানের বাড়িতে পুলিশ মোতায়েন দেখা যায়নি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে মাগুরা-১ আসনে সাকিব আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাচ্ছেন। এরপরই সাকিবের বাসভবনের নিরাপত্তার জন্য পুলিশ দেখা গেল।

সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা বলেন, ‘শনিবার সন্ধ্যার পর থেকে বাড়ির সামনে পুলিশ পাহারা দিতে দেখা যাচ্ছে। কী কারণে পুলিশ পাহারা দিচ্ছে সে বিষয়ে আমরা কিছু জানি না।’

মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ কলিমুল্লাহ বলেন, ‘পুলিশ কী কারণে পাহারা দিচ্ছে তা আমার জানা নেই। তবে এটা পুলিশের নিয়মিত টহলের অংশ হতে পারে। সাকিবের বাড়িতে পুলিশ পাহারার বিষয়ে বিশেষ কোনো কারণ নেই।’

মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু বলেন, ‘মাগুরা-১ আসনের দলীয় মনোনয়ন কে পাচ্ছেন তা আমি জানি না। সাকিবের বাড়ির সামনে পুলিশ মোতায়েন বিষয়টিও আমার জানা নেই।’