সাংবাদিক সনদ

::
প্রকাশ: ২ years ago

অপসাংবাদিকদের দৌরাত্ম্যে সাংবাদিকতা পেশা আজ জনমনে প্রশ্নবিদ্ধ। সৎ সাংবাদিক বিতর্কিত হচ্ছেন। মর্যাদা সম্পন্ন সাংবাদিক মর্যাদা হারাচ্ছেন। অশিক্ষিত কতিপয় লোকজন অর্থের বিনিময়ে অখ্যাত ও নামমাত্র পত্রিকার পরিচয়পত্র সংগ্রহ করে সাংবাদিক পরিচয় দিচ্ছে। এমনকি অযোগ্য ব্যক্তিরাও বিভিন্ন উপায়ে পত্রিকা বের করে সম্পাদক বনে যাচ্ছেন। এসব অপসাংবাদিকদের কারণে রাজধানীসহ সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে প্রকৃত সাংবাদিকরা চরম উদ্বিগ্ন। যা সাংবাদিকতা আর সংবাদপত্রের জন্য হুমকি স্বরূপ। এসব অপসাংবাদিকদের প্রতিরোধ, প্রকৃত সাংবাদিকদের মর্যাদা, মানোন্নয়ন ও পেশার সুনাম অক্ষুন্ন রাখতে সাংবাদিক সনদ প্রয়োজন।

সুনির্দিষ্ট নীতিমালা এবং পদ্ধতির মাধ্যমে যোগ্যতাসম্পন্ন সাংবাদিকদের সনদ প্রদান করলে অপসাংবাদিকতা হ্রাস পাবে। কারণ সনদপ্রাপ্ত সাংবাদিকদের নাম, পদবিসহ বিস্তারিত তথ্য সনদ প্রদানকারী প্রতিষ্ঠানে লিপিবদ্ধ থাকবে। যার কারণে সনদবিহীন ভুয়া বা অপসাংবাদিক ইচ্ছে করলেই সাংবাদিক পরিচয় দিয়ে সাংবাদিকতা করতে পারবে না।

পাবলিক রিঅ্যাকশনের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সংবাদপত্র জাতির আয়না, জনগণের কণ্ঠস্বর। জনমতের ধারক ও বাহক হিসেবে গণতান্ত্রিক পদ্ধতির সরকারকে সক্রিয় ও সজীব করে তোলার গুরুত্বপূর্ণ মাধ্যম সংবাদপত্র।

সাংবাদিক জাতির বিবেক। সাংবাদিক সত্য সংবাদ প্রকাশের মাধ্যমে সমগ্র জাতিকে জাগিয়ে তুলতে পারে। নিখুঁত সাংবাদিকতার মাধ্যমে জাতির আশা আকাঙ্খা এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি পূর্ণ আস্থা রেখে সাংবাদিকতার প্রসার ঘটাতে পারে। সাংবাদিকরা দেশে ও সমাজেরকল্যাণে নিবেদিত হবেন, সাংবাদিকতায় এটি স্বতঃসিদ্ধ। এমন একটি মহৎ পেশা শুধুমাত্র কতিপয় অপসাংবাদিকদের কারণে সুনামক্ষুন্ন হচ্ছে।

সাংবাদিক সনদধারী একজন সাংবাদিক সাংবাদিকতা করার যোগ্যতা অর্জন করবেন। ফলে সাধারণ মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। অপরদিকে সনদধারী কোনো সাংবাদিক অপসাংবাদিকতা করলে তাঁর বিরুদ্ধে বিচারের ব্যবস্থা থাকবে। দোষী প্রমাণিত হলে সনদ বাতিল হবে। ফলে সমাজে তাঁর মর্যাদা হানি হবে। সনদের কারণে সাংবাদিক তাঁর পেশার প্রতি সৎ ও দায়িত্বশীল হতে বাধ্য হবেন। সনদ অর্জনকারী কোনো সাংবাদিক অপসাংবাদিকতায় লিপ্ত হতে ভয় পাবেন।

সাংবাদিকতা পেশায় পূর্বের সৎ ও নির্ভীক চেহারায় ফিরে আনতে ইতোমধ্যে সাংবাদিকরাই প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের কাছে পরীক্ষার মাধ্যমে সনদ দেওয়ার দাবি করেছেন। সাংবাদিকতায় সুনাম, মর্যাদা, খ্যাতি ফিরিয়ে আনতে সৎ ও প্রকৃত সাংবাদিকদের প্রয়োজনেই সাংবাদিক সনদ জরুরি হয়ে পড়েছে।

লেখক: মো. নবী আলম, উন্নয়ন কর্মী।


আমাদের ইউটিউব চ্যানেলে ভার্চুয়াল মতামত ও অন্যান্য ভিডিও পাবেন।

গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।


Public Reaction একটি মতামতভিত্তিক সাইট।
মূলধারার সংবাদ এবং মতামত, প্রবন্ধ, গল্প, কবিতাসহ সৃজনশীল লেখা প্রকাশের একটি মুক্তমাধ্যম এটি। লিখুন আপনিও।
ইমেইল: opinion2mail@gmail.com, info@publicreaction.net