সাংবাদিকতায় ‘মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড-২০২৪’ পেলেন তরুন সাংবাদিক শাহরিয়ার

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৭ মাস আগে

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য গ্লোবাল টেলিভিশনের স্টাফ রিপোর্টার (প্রধানমন্ত্রী বিট) শাহরিয়ার হাসান (শাহরিয়ার বাঁধন) ‘মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড-২০২৪’পেয়েছেন। ভারত-বাংলাদেশ কালচারাল সোসাইটি এই সম্মাননার জন্য তাকে মনোনীত করেন।

শুক্রবার (৩১ মে) বিকেলে রাজধানী ঢাকার কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে বাংলাদেশ-ভারত সম্প্রীতি উৎসবে আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি এস এম মজিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন সাবেক সেনাপ্রধান লেফট্যান্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশিদ বীরপ্রতীক। বীর মুক্তিযোদ্ধা বিচারপতি ড. মো. আবু তারিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

শাহরিয়ার হাসান সাংবাদিকতার পাশাপাশি পেশাদার সাংবাদিকদের সংগঠন ইন্টারন্যাশনাল রিলেশনস রিপোর্টার্স ফোরাম-আইআরএফ এর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সাথে সামাজিক দায়বদ্ধতা থেকে বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের নিয়ে” উদ্যোক্তা- Entrepreneur নামে একটি সংগঠনও প্রতিষ্ঠা করেন।