সমাদৃত হচ্ছে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’

::
প্রকাশ: ২ years ago

পাবলিক রিঅ্যাকশন ডেস্ক: 
সন্দ্বীপ স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম কলেজের আয়োজনে ও কবি গোলাম মাওলা জসিমের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম সিটির হালিশহর এ ব্লক এলাকায় প্রিন্স অব ডুবাই এসি সেলুনে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র বুক ও সেলফ দেয়া হয়েছে।

দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রায় শতাধিক সেলুনে ইতিমধ্যে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র উদ্যোগে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন সুসজ্জিত বুক সেলফ। আর সে সব সেলফে স্থান পেয়েছে দুই বাংলার প্রখ্যাত লেখকদের জনপ্রিয় বই। মূলত সেলুনে আসা গ্রাহকদেও বই পড়ায় উদ্বুদ্ধ করতে গোলাম মাওলা জসিমের সম্পূর্ণ নিজ অর্থায়নে এ ব্যতিক্রমী উদ্যোগ। দৃষ্টিনন্দন ও যুগোপযোগী এ উদ্যোগে হালিশহর এলাকার বিভিন্ন সেলুনে এর বুক সেলফ স্থাপনে এগিয়ে এসেছে সন্দ্বীপ স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম কলেজ।

এরই ধারাবাহিকতায় হালিশহর এলাকার এ সেলুনে গোলাম মাওলা জসিমের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রমের উদ্বোধন করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী শাহীন চৌধুরী। উপস্থিত ছিলেন সন্দ্বীপ স্টুডেন্ট এসোসিয়েশন চট্টগ্রাম কলেজের প্রতিষ্ঠাকালীন আহবায়ক ইকবাল ইবনে মালেক, সাবেক সভাপতি এসএম কামরুল হাসান, বর্তমান সভাপতি আতিককুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক সাঈদ আফ্রিদি শিশির, সহ সভাপতি মহিউদ্দিন সৌরভ, অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশ, আবৃত্তি শিল্পী আশিক আরেফিন।

শাহীন চৌধুরী বলেন, ‘বর্তমানে আমাদের মাঝে বই বিমুখতা দেখা যায়। বই পড়ার আগ্রহ সৃষ্টি করতে সেলুনে সেলুনে এমন ব্যতিক্রমী উদ্যোগ আসলেই প্রশংসনীয়। এর ফলে সেলুনে আগত গ্রাহকদের বই পড়ায় আগ্রহ তৈরি হবে, যা আলোকিত মানুষ গড়তে একটি কার্যকরী কার্যক্রম। এ উদ্যোগ ছড়িয়ে পড়ক সবার মাঝে।

উল্লেখ্য, ‘অবসরে বই পড়ুন’ এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।