সময়ের খন্ডচিত্র | ওয়াহিদ জামান

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৬ মাস আগে

সময়ের খন্ডচিত্র
ওয়াহিদ জামান

শহরের অলিগলিতে দেখি কিছু বিষন্ন মানুষ 
এদিক-সেদিক ছুটে যায় 
চমকানো রোদের আলোয় তারা চোখে দ্যাখেনা
জলভরা মেঘ নিরুদ্দেশ হয়েছে বহুদিন হলো
আকীর্ণ রোদের তাপে পুড়ছে দালানকোঠা, রাস্তাঘাট আর মানুষের মন
জলের তেষ্টায় অবাঞ্ছিত কুকুরগুলোর কণ্ঠ শুকিয়ে গেছে
ঘর্মাক্ত ক্লান্ত রিকশাওয়ালারাও অনেক বিষন্ন আজ
বরফের মতো শীতল মন যাদের তারাও বিষন্ন 
জগৎ-সংসারের সমস্ত রীতিনীতি বিধ্বস্ত হয়ে পড়ে আছে পাপের ভাগাড়ে
বুকভরা প্রেম নিয়ে যে যুবক এসেছিল প্রেমিকার কাছে 
আড়ষ্ট নারীর মতো তার প্রেম ধুঁকে মরে নীল কষ্টে
ষোড়শী মেয়েটি যে ছিল মহল্লার সব যুবকের মধ্যমণি
আজ সে রুপহারা কলঙ্কিনী কঙ্কাবতী

বিষন্নতা যেন আজ ক্ষেতের ফসল
বিষন্নতা আজ যেন তিনবেলা আহার
সবখানে বইছে শীতের মতো কনকনে ঠান্ডা বৈরী বাতাস
নিঃশব্দ বেদনাগুলো এখন গলা ফাটিয়ে আহাজারি করে

চারিদিকে দেখি প্রেমহীন চোখ 
লালসা ভরা জিহবার দানবীয় লেহন
যেন সবাই আটকে গেছে প্রাগ ঐতিহাসিক যুগে।

[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]