সন্তান জন্ম দিলেই মিলবে বোনাস

:: পা.রি. ডেস্ক ::
প্রকাশ: ২ years ago

সন্তান জন্ম দিলেই মিলবে বোনাস। চীনের অনলাইন ট্রাভেল এজেন্সি ট্রিপডটকম তাদের ৩২ হাজার কর্মীকে সন্তান জন্মদানে উৎসাহিত করতে চাইল্ডকেয়ার সাবসিডিজ নামে এই বোনাসের ঘোষণা দিয়েছে।
প্রতিষ্ঠানটিতে অন্তত তিন বছর ধরে চাকরি করছেন এমন কর্মীদের প্রতিবছর প্রত্যেক নবজাতকের জন্য এক হাজার ৩৭৬ মার্কিন ডলার করে বোনাস দেওয়া হবে। সন্তানের প্রথম জন্মদিন থেকে পাঁচ বছর বয়স না হওয়া পর্যন্ত এই বোনাস পাবেন কর্মীরা।
প্রতিষ্ঠানটি গতকাল শনিবার থেকেই এই নিয়ম কার্যকর করেছে।
বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, গত বছর বেইজিংয়ের কৃষিভিত্তিক প্রতিষ্ঠান বেইজিং ডাবেইনং টেকনোলজি বলেছিল, তাদের কোনো কর্মীর তৃতীয় সন্তানের জন্ম হলে তারা ওই কর্মীদের ১২ হাজার ৩৯১ মার্কিন ডলার নগদ বোনাস দেবে। আর প্রথম বা দ্বিতীয় সন্তানের জন্য দেওয়া হবে যথাক্রমে চার হাজার ১৩০ ও আট হাজার ২৬০ ডলার বোনাস।
গত শুক্রবার এক বিবৃতিতে ট্রিপডটকমের নির্বাহী চেয়ারম্যান জেমস লিয়াং বলেন, ‘এই নতুন চাইল্ডকেয়ার বেনিফিট চালুর মাধ্যমে আমরা কর্মীদের আর্থিক সহায়তা দেব।
এতে কর্মীরা তাঁদের পেশাগত লক্ষ্য ও অর্জনের সঙ্গে আপস না করে পরিবার শুরু বা বড় করতে উৎসাহিত হবেন।’
চীনে কয়েক দশক ধরেই ‘এক সন্তান নীতি’ চালু ছিল।

 

সূত্র : সিএনএন