সংসদের ভেতর এমপিকে ঘুষি, লাথি

:: পা.রি. ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১২ মাস আগে

স্যুট ও টাই পরা দুই পুরুষ পাগলের মতো একে অপরের দিকে ঝাপিয়ে পড়ছে। তারা ঘুষি, লাথি, ধাক্কা এবং ধাক্কা দিচ্ছে। এটি কোনো সড়কে ধস্তাধস্তির চিত্র নয়।

চিত্রটি মালদ্বীপের পার্লামেন্টের ভেতরের।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর একটিতে দেখা গেছে, একজন এমপি আরেক জনের এমপির পা চেপে ধরেছেন এবং দুজন একসাথে গড়াগড়ি খাচ্ছেন। এদের মধ্যে একজন তখন ফিরে আসেন অপর এমপির ওপর তার হাঁটু রাখেন এবং তার চুল টেনে ধরেন।

আরেকটি ফুটেজে দেখা গেছে, অন্য সদস্যরা এসময় ওই এমপিকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন।

লড়াইয়ে দেখা দুই ব্যক্তি হলেন মালদ্বীপের ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) এমপি ইসা এবং ক্ষমতাসীন পিএনসির এমপি আবদুল্লাহ শাহীম আবদুল হাকিম।