শ্রীরামসি গণহত্যা দিবস পালিত

:: আনসার আহমেদ উল্লাহ, লন্ডন ::
প্রকাশ: ৪ মাস আগে

১৯৭১ সালের ৩১ আগস্ট সিলেটের শ্রীরামসিতে গণহত্যায় নিহতদের স্মরণে পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জ জগন্নাতপুর উপজেলার শ্রীরামসি উচ্চ বিদ্যালয় মাঠে ও ওয়াজিদ আলী, হাজী ওমর আলীর পুকুর পারের রাস্তায় সারিবব্ধভাবে পাক হানাদার বাহিনি ও তাদের দোসরা ১৯৭১ সালের ৩১ আগস্ট স্থানীয় মুক্তিকামী সাধারণ মানুষদের উপর এক গণ হত্যায় চালায়। সে দিনটিতে পাক হানাদার ও তাদের দোসরদের হাতে দুই শতাধিকের উপরে স্থানীয় মুক্তিকামী সাধারণ মানুষ নিহত হন। ৩১আগস্ট শ্রীরামসি গণহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশে ও যুক্তরাজ্যে প্রতিবছর শহীদদের স্বরনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

দিনটি উপলক্ষে শ্রীরামসি ওয়েফেয়ার এসোসিয়েশন ইউকে এক মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করে শনিবার (৩১ আগস্ট) বাদ যোহর পুর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে।

ওয়েলফেয়ারের সভাপতি ইসলাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকনের ব্যবস্থাপনায় দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মতিউল হক বাচ্ছু। এময় উপস্থিত ছিলেন আমির হোসেন, ওমর আলী, আলহাজ আব্দুল মালিক মানিক, আবর আলী, আনছারুল হক, আলী আশরাফ, আব্দুল কাহার, আজিজুল হক মন্তেস্বর, হাজি জমসেদ আলী,তানভীর পিয়াস প্রমুখ।