শৈত্যপ্রবাহ নিয়ে ‘নতুন বার্তা’

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ফাইল ছবি

দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ কমতে শুরু করেছে। আগামী কয়েকদিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল রোববার থেকে তাপমাত্রা আরও বেড়ে যাবে। শৈত্যপ্রবাহের বিস্তৃতি আরও কমবে। তবে চলতি মাসের ১৫ তারিখ বা এর পর থেকে তাপমাত্রা আবার কমতে শুরু করতে পারে।

আজ রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের তথ্যমতে, শৈত্যপ্রবাহের বিস্তৃতি কমতে শুরু করেছে। আগামীকাল রোববার থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে আগামী ১৫ জানুয়ারির পর থেকে তাপমাত্রা আবার কমতে শুরু করতে পারে।

গতকাল শুক্রবার দেশের ১০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আজ শনিবার দেশের পাঁচ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

অধিদপ্তর বলছে, পঞ্চগড়, গোপালগঞ্জ, কুড়িগ্রাম, মৌলভীবাজার ও যশোরে এই শৈত্যপ্রবাহ বইছে। এর মধ্যে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ওইখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা।

অন্য জেলাগুলোর মধ্যে গোপালগঞ্জ, কুড়িগ্রামের রাজারহাট ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। আর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

যদি কোনো এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হয়, তবে সেই এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে বলে ধরা হয়। আর সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি হলে তা তীব্র শৈত্যপ্রবাহ। আর অতি তীব্র শৈত্যপ্রবাহ তখনই হয়, যখন সর্বনিম্ন তাপমাত্রা হয় ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে।