শেখ হাসিনা ফেরত ইস্যুতে নতুন করে যা বলল ভারত

:: পাবলিক রিঅ্যাকশন ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশ সরকারের শেখ হাসিনাকে ফেরত চাওয়ার অনুরোধের বিষয়ে এ মুহূর্তে ভারতের পক্ষ থেকে কোনো নতুন মন্তব্য নেই। শুক্রবার অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, জয়সওয়াল বলেন, ‘এক সপ্তাহ আগে আমি নিশ্চিত করেছিলাম যে, আমরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার বিষয়ে একটি বার্তা পেয়েছি। তবে বর্তমানে এর বাইরে কোনো মন্তব্য করার নেই।’

সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বাতিলের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আশা করছি, তিনি ন্যায়বিচার পাবেন।’

তুরস্ক থেকে বাংলাদেশ ট্যাংক কেনার বিষয়ে তিনি বলেন, ‘আমরা নিরাপত্তা সংক্রান্ত সব বিষয় নজরদারিতে রাখি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি।’

হাসিনা ফেরত ইস্যুতে নতুন করে যা বলল ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

এর আগে, গত ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকায় সফরকালে এক সংবাদ ব্রিফিংয়ে জানান, ‘ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল বাংলাদেশে সমর্থনের কথা জানিয়েছে।’
তিনি আরো বলেন, ‘‘আমরা বাংলাদেশে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

ভারতের দৃষ্টিভঙ্গি সম্পর্কে তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করছি এবং গণতান্ত্রিক দেশ হিসেবেই আমাদের এ অবস্থান থাকবে।’

বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসন নিয়ে ভারতের কঠোর অবস্থান সম্পর্কে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘যে কেউ অবৈধভাবে অভিবাসন করবে, আমাদের নিরাপত্তা বাহিনী যথাযথ পদক্ষেপ নেবে।’

তবে, ভারতে অবস্থানরত অবৈধ অভিবাসীদের বিষয়ে তথ্য জানতে চাইলে তিনি বলেন, ‘এ মুহূর্তে আমার কাছে নির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই, তবে পরে তা জানানো সম্ভব হবে।’