শিক্ষকের দিকে অস্ত্র তাক করার ভিডিও কি যুক্তরাষ্ট্রের

:: পা.রি. ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১ বছর আগে
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা নিয়ে প্রশাসনের প্রতি অনাস্থাও রয়েছে দেশটির নাগরিকদের। ছবি : টুইটার

যুক্তরাষ্ট্রে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একজন কিশোর ক্লাসরুমের ভেতরেই শিক্ষকের দিকে বন্দুক তাক করে আছে। ছড়িয়ে পড়া ভিডিওটি শেয়ার করেছেন দেশটির অনেকে নাগরিক।

সেই সঙ্গে বাইডেন প্রশাসনের সমালোচনাও করতে দেখা গেছে তাদের।

ফেব্রুয়ারির ১৫ তারিখে এক টুইটার ব্যবহারকারী ভিডিওটি শেয়ার দিয়ে কটাক্ষ করে লিখেছেন, যুক্তরাষ্ট্র সবার সেরা। ওয়ান সাইলেন্ট নামের আরেক টুইটার ব্যবহারকারীও একই ভিডিও টুইটারে শেয়ার দিয়ে দায় চাপিয়েছেন বাইডেন প্রশাসনের ওপর। সম্প্রতি যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায়, এই ভিডিওটিকেও সত্যি ধরে নিয়েছেন যুক্তরাষ্ট্রের অনেক নাগরিকই। প্রশ্ন তুলেছেন, পাবলিক স্কুলে শিক্ষার পরিবেশ নিয়েও।

কিন্তু ভিডিওটি রিভার্স সার্চ দিয়ে দেখা যায়, এটি মোটেও সাম্প্রতিক কোনো ঘটনা নয়, এমনকি ঘটনাটি যুক্তরাষ্ট্রেরও নয়। ফ্রান্সের রাজধানী প্যারিসের এক স্কুলশিক্ষার্থী মজা করার জন্য নকল বন্দুক তাক করে তার স্কুলশিক্ষকের দিকে। কারণ, সে শিক্ষকের ওপর ক্ষিপ্ত ছিল, দেরি করে আসায় শিক্ষক তাকে অনুপস্থিত দিয়েছিল। সে-সংক্রান্ত একটি প্রতিবেদনও প্রকাশ হয়েছিল ফ্রান্স টুয়েন্টিফোরে।