শিক্ষকদের অনুপস্থিতিতে পরীক্ষা নিচ্ছিলেন দপ্তরি, ফেসবুক লাইভে অভিভাবক!

:: মোহাম্মদ আবু নোমান ::
প্রকাশ: ২ years ago

মস্তফা উদ্দীন নামের এক অভিভাবকের করা ২ মিনিট ১১ সেকেন্ডের লাইভের ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। এ নিয়ে চলে নানা সমালোচনা। ঘটনাটি গত ১৭ মে বুধবার মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নে অবস্থিত কচুরগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ভিডিওতে দেখা গেছে, কচুরগুল প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষক নেই। একটি শ্রেণিকক্ষে দ্বিতীয় শ্রেণির বাংলা বিষয়ের পরীক্ষা চলছে। পরীক্ষার্থীর সংখ্যা ৩০-৪০। পরীক্ষার্থীরা হইচই করছে। বিদ্যালয়ের দপ্তরি তারেকুল ইসলাম তাদের শান্ত করার চেষ্টা চালাচ্ছেন। ওইদিন দ্বিতীয় শ্রেণির প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়। শিক্ষকেরা অনুপস্থিত থাকায় পরীক্ষা গ্রহণ শুরু করেন বিদ্যালয়ের দপ্তরি। দুই ঘণ্টার পরীক্ষার খাতা, প্রশ্নপত্র বিতরণসহ সব একাই সামলান। এমন অবস্থা দেখে বিদ্যালয় থেকে ফেসবুকে লাইভ শুরু করেন মস্তফা উদ্দীন নামের এক অভিভাবক। এরপর বিদ্যালয়ে হাজির হন দুই শিক্ষক।
কচুরগুলের শিক্ষকের কর্তব্যবোধ দেখে আমরা শিহরিত, স্তম্ভিত। আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক ঘাটতি আছে, থাকবে। সংশ্লিষ্ট ওই শিক্ষকগণ জরুরি কোন প্রয়োজনে বাইরে যেতে পারেন। তবে সত্য মিথ্যা যাই হোক, প্রশাসনিক নিয়মনীতির তোয়াক্কা না করে, পরীক্ষা চলাকালীন শিকক্ষকদের একজনও যথাসময়ে উপস্থিত থাকবেন না, এটা কী করে সম্ভব? দপ্তরি দিয়ে ডিউটি করানো কোনভাবেই মেনে নেওয়া যায় না। সবকিছুই আমরা ইতিমধ্যে পচিয়ে ফেলেছি, এটি তার একটি উদাহরণ। প্রাথমিক বিদ্যালয়গুলোতে সার্বিক শিক্ষা ব্যবস্থাপনা ও শিক্ষকদের কর্তব্যবোধের মহা ঘাটতির খবর নতুন কিছু নয়। শিক্ষার মান তলানিতে। অনেক ছাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পাশ করে বাংলা রিডিং পড়তে পারেনা।
অভিভাবক মস্তফা উদ্দীন গণমাধ্যমকে বলেন, বিদ্যালয়ে চারজন শিক্ষক রয়েছেন। তাদের মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেসমিন আক্তার কিছুদিন ধরে মাতৃত্বকালীন ছুটিতে। বেলা ১১টার দিকে তিনিসহ কয়েক অভিভাবক বিদ্যালয়ে গিয়ে বাকি তিন শিক্ষকের কাউকেই পাননি। এ সময় দপ্তরি তারেকুলকে একা পরীক্ষা নিতে দেখেন। তার একার পক্ষে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করা কষ্ট হচ্ছিল। এরপর তিনি ঘটনাটি ফেসবুকে লাইভ করেন। বেলা সাড়ে ১১টার দিকে দুই সহকারী শিক্ষক বিদ্যালয়ে গিয়ে পৌঁছান। মস্তফা উদ্দীন অভিযোগ করেন, ‘এ বিদ্যালয়ের শিক্ষকেরা সময়মতো আসা-যাওয়া করেন না। ইচ্ছামতো ছুটি দিয়ে চলে যান’।

পাবলিক রিঅ্যাকশনের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আমাদের দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে অনেক কথা থাকলেও বর্তমান সরকারের আমলে সবপর্যায়ের শিক্ষক, বিশেষত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ও গ্রেড অনেক এগিয়েছে এতে কোনো সন্দেহ নেই। তারপরও যদি বলা হয় এ বেতন যথেষ্ট নয়, তাহলে বলতে হবে শিক্ষকরা বেতন বাড়ালে সার্ভিস ভালো দেবেন; না সার্ভিস ভালো দিলে বেতন বাড়ানো হবে এ জট খুলতে হবে। প্রাথমিকে বহু নিবেদিত ও উচ্চ শিক্ষিত শিক্ষক রয়েছেন। বিগত ৮-১০ বছর হতে নিয়োগপ্রাপ্ত অধিকাংশ শিক্ষকই যথেষ্ট মেধাবী। কিন্তু তাদের অধিকাংশই এটাকে মনে-প্রাণে পেশা হিসাবে গ্রহণ করছেন বলে মনে হয় না। কেউ যদি মনে করেন তিনি এ পেশায় থাকবেন না, তাহলে তিনি চলে যেতে পারেন। কিন্তু যতদিন থাকবেন, কেন কোমলমতি শিশুদের সাথে ফাঁকিবাজি করবেন?
শুধু পাসের সনদের যোগ্যতা দিয়েই সবাইকে সমান করে ফেলা যায় না। একজন প্রথম শ্রেণির কর্মকর্তা øাতক/øাতকোত্তর পাস, আপনিও তাই। তাহলে আপনি তার সমমর্যাদার জায়গায় পৌঁছাতে পারলেন না কেন? কেন প্রাইমারি টিচার হতে গেলেন? এতে কি প্রমাণ হয় না, শিক্ষগত যোগ্যতা সমান দেখা গেলেও মেধা সবার সমান না? সবার পক্ষে উঁচু স্থানে পৌঁছানো সম্ভব নয়। দুই বন্ধুর একাডেমিক কোয়ালিফিকেশন এক হলেও একজনের বেতন ১ লাখ টাকা, অন্যজন ২০ হাজার টাকা বেতনের একটা জব যোগাড় করতে পারছেন না। অথচ সার্টিফিকেট অনুযায়ী যোগ্যতা দুজনের সমান। উচ্চশিক্ষিত অনেকে পিয়নের জব করেন। পিয়ন হয়ে সে কিন্তু বলে না যে, আমার অফিসারের যোগ্যতা ও আমার যোগ্যতা সমান, তাই আমি তাকে স্যার বলতে পারবো না। ২০ তম স্কেলে বেতন নিবো না, আমাকে ১০ গ্রেডে দিতে হবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি বিষয়ে সবসময়ই আলোচনায় থাকে। তা হলো- কোটায় নিয়োগ ও গ্রেড। প্রাথমিক শিক্ষায় কোটা একটি বড় প্রতিবন্ধক সেটির বিলুপ্তি বা যৌক্তিক সংস্কার জর’রি বলে আমরা মনে করি। এখানে যারা মেধাবী আছেন, বেতন কাঠামোর সংস্কার না হলে তারা এ সেক্টরে থাকবেন না, সেক্ষেত্রে কোটারীরাই গোটা সেক্টর নিয়ন্ত্রণ করবেন। ১০ম গ্রেডের দাবী দীর্ঘদিনের। এ ক্ষেত্রে এসএসসি / এইচএসসি পাসে ১০ গ্রেড আসা করা ঠিক নয়। শুধুমাত্র যারা øাতক পাস, কোন প্রকার কোটাবিহীন তাদের জন্য ১০ গ্রেড করা যেতে পারে।
এছাড়া সরকারি প্রাইমারী স্কুলে মহিলা কোঠা বেশি থাকায় কোথাও কোথাও দেখা যায়, হেড টিচার (মহিলা), শারিরিক কারণে যিনি ৬ মাসের ছুটিতে আছেন। সহকারী শিক্ষক (মহিলা) তারও শারিরিক কারণে হাটা চলা করতে সাময়িক নিষেধ থাকায় ৩ মাসের ছুটিতে। অন্য সহকারী শিক্ষক (মহিলা), যিনি বিয়ের জন্য ২ সপ্তাহ ছুটিতে আছেন। এখন সরকারি চাকরি ‘সোনার হরিণ’ হওয়ায় মহিলারা উচ্চ বেতনের চাকরিজীবী স্বামী পেয়ে থাকেন। স্বামী স্বচ্ছল থাকায় এরপর তার চাকরিতে মনোযোগী হওয়া জর’রি নয়, শুধু মাস শেষে বেতন পাওয়াটাই যেন মূখ্য। অন্যদিকে স্কুলের দপ্তরী বিএ/এমএ পাস। যিনি মাঝে মাঝে টিচার, কখনো মেডামের বাচ্চার কেয়ার টেকার, কখনো পরীক্ষার হলের গার্ড। আবার রাতে নাইট গার্ড, কত কি?
দেশে এক অসুস্থ প্রতিযোগিতার দৌড় চলছে। যেখানে সবার চাই লাক্সারিয়াস বাড়ি, গাড়ি, জীবন। লাগামহীন আমোদ প্রবোধ! সরকারি চাকরি বলে কথা। রাজকীয় চাকরি। মাস গেলেই বেতন। সে জন্যইতো সবাই সরকারি চাকরির বাসনায় (মেধা দিয়ে বা মেধাহীনরা টাকা দিয়ে) মরিয়া চেষ্টা করে থাকেন। প্রাথমিক শিক্ষকদের ভবিষ্যৎ আছে, তারা চাকরির শেষে এককালীন টাকা পাবেন, চাকরি নিরাপত্তা আছে, চাকরি হারানোর ভয় নেই। ডিউটি খুব বেশি নয়, কোন মানসিক চাপ নেই। পক্ষান্তরে অনেক শিক্ষিত লোক প্রাইভেট কোম্পানি, গার্মেন্টস শিল্পে ১২ ঘন্টা ডিউটি করেন, যাদের বেতন ১৫ থেকে ২০ হাজার টাকা। একবার চিন্তা করে দেখুন তাদের চাকরির কোনো গ্যারান্টি নেই, চাকরি শেষে এককালীন কিছুই পাবেন না। সে তুলনায় আপনারা কত ভালো আছেন। সরকারি বেতন বৃদ্ধি হয় ঢালাওভাবে। এ সুযোগ বেসরকারী চাকরিতে নেই। বরং, বেতন বাড়ানার কথা বললে ছাটাই করা হয়।
অপরদিকে কেজি স্কুলের মাস্টারগণ ৮ থেকে ১০ হাজার টাকা বেতনে কীভাবে চলছেন, সেও কিন্তু গ্রাজুয়েশন। প্রাইমারি স্কুলের মাস্টারদের সন্তানরা বেশিরভাগই কেজি স্কুলে পড়ে থাকে। কারণ তারা জানেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান কেমন! যে কারণে নিজের সন্তানকেও তারা নিজ প্রতিষ্ঠানে পড়াতে চান না।
কচুরগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামছুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিদ্যালয়ের একটি কাজে তিনি সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে রওনা দেন। বৃষ্টির কারণে অপর দুই শিক্ষকের যেতে বিলম্ব হওয়ায় দপ্তরিকে পরীক্ষা শুরু করে দিতে বলেন। আমরা দেখছি, বৃষ্টিতে দপ্তরি যথা সময়ে আসতে পারলো। পরীক্ষা দেওয়ার জন্য কোমলমতি ছোট ছোট বাচ্চাগুলো যথা সময়ে আসতে পারলো, অথচ শিক্ষকরা বৃষ্টির কারণে আসতে পারেনি!
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ও সুযোগ-সুবিধা : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করলেই সে হবেন সরকারি রাজস্বভুক্ত চাকরিজীবী। শুরুতেই বেতন ১৩তম গ্রেডে (১১,০০০-২৬,৫৯০ টাকা)। মূল বেতন ১১ হাজার টাকা। এলাকাভেদে কোথাও বাড়িভাড়া মূল বেতনের ৬০ শতাংশ, কোথাও ৫০ শতাংশ, কোথাও ৪৫ শতাংশ। চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা। এছাড়া রয়েছে টিফিন ভাতা, যাতায়াত ভাতা। সব মিলিয়ে এলাকা ভেদে কোথাও মোট বেতন ১৯ হাজার ৫০০ টাকা, কোথাও ১৮ হাজার ৫০০ টাকা, কোথাও ১৭ হাজার ৯৫০ টাকা। প্রতিবছর মূল বেতনের ৫ শতাংশ হারে বেতনবৃদ্ধি ও মূল বেতনের সমপরিমাণ দুটি উৎসব ভাতা পাবেন। অর্থাৎ ১১ হাজার টাকা করে উৎসব ভাতা। প্রতিবছর মূল বেতনের ২০ শতাংশ বৈশাখী ভাতা। চাকরি তিন বছর পূর্ণ হলে মূল বেতনের সমপরিমাণ শ্রান্তি বিনোদন ভাতা পাওয়া যায়। চাকরিজীবনে পেয়ে থাকেন দুটি টাইম স্কেল।
এছাড়া সন্তানের বয়স পাঁচ বছর হলে শিক্ষা ভাতা (১ জন হলে ৫০০, দুজন হলে ১ হাজার টাকা) পাবেন। মূল বেতনের সর্বোচ্চ ২৫ শতাংশ জিপিএফ ফান্ডে জমা রাখতে পারবেন। চাকরি শেষে জিপিএফ ফান্ডের ১৫ লাখ টাকা পর্যন্ত ১৩ শতাংশ হারে মুনাফা আর যদি ১৫ লাখ থেকে ৩০ লাখ টাকার মধ্যে হয় তাহলে ১২ শতাংশ মুনাফা এবং ৩০ লাখের ওপরে হলে ১১ শতাংশ হারে মুনাফা পাবেন।
জিপিএফ ফান্ড থেকে বিনা মুনাফায় ঋণ নেওয়ার সুবিধা রয়েছে। গৃহনির্মাণের ঋণের ব্যবস্থাও আছে। অসুস্থ হলে চিকিৎসার জন্য কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য দেওয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় সন্তানের জন্য পোষ্য কোটা রয়েছে। চাকরির পাঁচ বছর পূর্ণ হলে আপনি পেনশনের আওতায় পড়বেন। চাকরি শেষে পাবেন ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ ল্যামগ্রান্ড, এক বছরের পিআরএল, অর্জিত মূল বেতনের ২৩০ গুণ পেনশন ও আজীবন পারিবারিক পেনশন। ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা। ৬৫ বছরের ঊর্ধ্বে হলে পেনশনারদের মাসিক চিকিৎসা ভাতা হবে ২ হাজার ৫০০ টাকা, ইত্যাদি।

লেখক: মোহাম্মদ আবু নোমান


আমাদের ইউটিউব চ্যানেলে ভার্চুয়াল মতামত ও অন্যান্য ভিডিও পাবেন।

গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।


Public Reaction একটি মতামতভিত্তিক সাইট।
মূলধারার সংবাদ এবং মতামত, প্রবন্ধ, গল্প, কবিতাসহ সৃজনশীল লেখা প্রকাশের একটি মুক্তমাধ্যম এটি। লিখুন আপনিও।
ইমেইল: opinion2mail@gmail.com, info@publicreaction.net