শাহ সূফী আল্লামা শিঙ্গাইরকুড়ির ৪৩তম ঈসালে সাওয়াব মাহফিল ১ জানুয়ারি

:: হাফিজ মাছুম আহমদ দুধরচকী সিলেট থেকে
প্রকাশ: ১ বছর আগে

সুলতানুল আরেফিন, কুতবুল আউলিয়া শাহ সূফী আল্লামা আব্দুল মান্নান চৌধুরী শিঙ্গাইরকুড়ি ছাহেব (রহ.) এর ৪৩ তম ঈসালে সাওয়াব মাহফিল আগামী ১ জানুয়ারি, রোজ সোমবার অনুষ্ঠিত হবে।

জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের বরকতপুরস্থ শিঙ্গাইরকুড়ি ছাহেব বাড়ী সংলগ্ন মান্নানীয়া মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ১১টা থেকে পরদিন ফজর পর্যন্ত চলবে এই মাহফিল।

উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন পীরে কামিল আল্লামা লুৎফুর রহমান চৌধুরী পীর ছাহেব শিঙ্গাইরকুড়ি। তরবিয়ত প্রদান করবেন মাওলানা ফজলুর রহমান চৌধুরী ছাহেবজাদায়ে শিঙ্গাইরকুড়ি (রহঃ)।

মাহফিলে তাশরীফ আনবেন দেশ বিদেশের প্রখ্যাত আলিম-উলামা, পীর-মাশায়েখ, ইসলামী চিন্তাবিদগণ।

মাহফিলে সর্বসাধারণকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি