প্রাইম ব্যাংকের ‘প্রাইমপে’ পরিষেবা নেবে শান্তা হোল্ডিংস

:: কর্পোরেট ডেস্ক ::
প্রকাশ: ২ years ago
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক লিমিটেডের ডিজিটার পেমেন্ট প্ল্যাটফরম প্রাইমপে’র পরিষেবা নেবে শীর্ষস্থানীয় আবাসন কোম্পানি শান্তা হোল্ডিংস লিমিটেড।

এ বিষয়ে শান্তা হোল্ডিংস লিমিটেডের কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে।

চুক্তির আওতায় যে কোনো জায়গা থেকে যে কোনো সময় সকল ধরনের করপোরেট পেমেন্ট ও এমআইএস পরিশোধ করতে পারবে শান্তা হোল্ডিংস।

পাবলিক রিঅ্যাকশনের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল রহমান এবং শান্তা হোল্ডিংস লিমিটেডের নির্বাহী পরিচালক (গ্রুপ ফাইন্যান্স) মো. আনিসুল হকসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আমাদের ইউটিউব চ্যানেলে ভার্চুয়াল মতামত ও অন্যান্য ভিডিও পাবেন।

গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।


Public Reaction একটি মতামতভিত্তিক সাইট।
মূলধারার সংবাদ এবং মতামত, প্রবন্ধ, গল্প, কবিতাসহ সৃজনশীল লেখা প্রকাশের একটি মুক্তমাধ্যম এটি। লিখুন আপনিও।
ইমেইল: opinion2mail@gmail.com, info@publicreaction.net