শপথ নিতে নতুন গাড়িতে করে বঙ্গভবনে যাবেন মন্ত্রীরা

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ২ years ago
সংগৃহীত ছবি

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য গাড়ি এসে পৌঁছেছে মন্ত্রিপরিষদ বিভাগের সামনে। বিকেলে এই গাড়িগুলোতে চড়ে বঙ্গভবনে শপথ নিতে যাবেন মন্ত্রীরা।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, এই গাড়িগুলো দুপুরে মন্ত্রী, প্রতিমন্ত্রীদের বাড়িতে পাঠানো হবে। এসব গাড়ি নিয়েই বিকেলে তারা বঙ্গভবনে যাবেন শপথ নিতে যাবেন।

আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রীদের শপথ নেবেন মন্ত্রীরা। এরপর তারা কে কোন মন্ত্রণালয় পাবেন সেটা জানা যাবে।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, এ অনুমোদন পাওয়ার পর সেটি গেজেট করা হয়েছে। এর পরবর্তী অধ্যায়টি হলো পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন এবং শপথ অনুষ্ঠানের আয়োজন করা। সে অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।