শনিবার দেশব্যাপী বিএনপির অবস্থান কর্মসূচি, নেতাদের দায়িত্ব বণ্টন

:: পা.রি. রিপোর্ট ::
প্রকাশ: ২ years ago
ঢাকায় বিএনপির গণমিছিল। ফাইল ফটো

সরকারের সর্বগ্রাসী দুর্নীতি, বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও পূর্বঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে আগামী শনিবার (১ এপ্রিল) দেশব্যাপী অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।

এই উপলক্ষে কর্মসূচি সফল করতে দলীয় নেতাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। ওইদিন সারাদেশের জেলা ও মহানগর পর্যায়ে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে দলটি। কর্মসূচি সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বুধবার (২৯ মার্চ) রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতি এ তথ্য জানানো হয়।

দায়িত্বপ্রাপ্ত নেতাদের মধ্যে রয়েছেন:

ঢাকা বিভাগ
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, মানিকগঞ্জ জেলায় গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা জেলায় আব্দুল মঈন খান, টাঙ্গাইল জেলায় আহমেদ আযম খান, নারায়ণগঞ্জ জেলায় অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গাজীপুর জেলায় হাবিব-উন-নবী খান সোহেল, নারায়ণগঞ্জ মহানগরে অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, বেনজির আহমেদ টিটু, মুন্সিগঞ্জ জেলায় ড. আসাদুজ্জামান রিপন, নরসিংদী জেলায় অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। গাজীপুর মহানগর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা।

কুমিল্লা বিভাগ
কুমিল্লা দক্ষিণ জেলায় জয়নুল আবেদিন ফারুক, সায়েদুল হক সাঈদ, ব্রাহ্মণবাড়িয়ায় মনিরুল হক চৌধুরী, চাঁদপুরে মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর রাশেদা বেগম হীরা, কুমিল্লা উত্তর জেলা ব্যারিস্টার রুমিন ফারহানা।

ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ সৈয়দ এমরান সালেহ, কিশোরগঞ্জ জেলায় শরিফুল আলম, জামালপুর জেলায় ওয়ারেছ আলী মামুন, নেত্রকোনা জেলায় মোস্তাফিজুর রহমান বাবুল, শেরপুর জেলায় ডা. দেওয়ান সালাহ উদ্দিন বাবু।

চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম মহানগর বরকত উল্লাহ বুলু, নোয়াখালী জেলায় মো. শাহজাহান, চট্টগ্রাম উত্তরে মীর মো. নাছির উদ্দিন, ফেনী জেলায় অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি), জালাল উদ্দীন মজুমদার, চট্টগ্রাম দক্ষিণে মাহবুবের রহমান শামীম, লক্ষীপুর জেলায় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, হারুন অর রশিদ, কক্সবাজার জেলায় লুৎফর রহমান কাজল, বান্দরবান জেলায় এ এম নাজিম উদ্দিন, খাগড়াছড়ি জেলায় আবদুল ওয়াদুদ ভূঁইয়া, রাঙ্গামাটি জেলায় বেলাল আহমেদ।

বরিশাল বিভাগ
বরিশাল মহানগরে ব্যারিস্টার শাহজাহান ওমর, ভোলা জেলায় মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম, নাজিম উদ্দিন আলম, বরিশাল উত্তরে এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বরিশাল দক্ষিনে মজিবুর রহমান সরোয়ার, পিরোজপুর জেলায় অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, পটুয়াখালী জেলায় এবিএম মোশাররফ হোসেন, বরগুনা জেলায় আ ক ন কুদ্দুসুর রহমান, ঝালকাঠি জেলায় মাহবুবুল হক নান্নু।

রাজশাহী বিভাগ
রাজশাহী মহানগরে মিজানুর রহমান মিনু, বগুড়া জেলায় হেলালুজ্জামান তালুকদার লালু, নওগাঁ জেলায় অধ্যাপক মো. শাহজাহান মিয়া, রাজশাহী জেলায় হারুন-অর-রশিদ যুগ্ম, নাটোর জেলায় রুহুল কুদ্দুস তালুকদার দুলু, পাবনা জেলায় মোসাদ্দেক হোসেন বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ জেলায় সৈয়দ শাহীন শওকত, জয়পুরহাট জেলায় ওবায়দুর রহমান চন্দন, সিরাজগঞ্জ জেলায় আমিরুল ইসলাম খান আলীম।

রংপুর বিভাগ
ঠাকুরগাঁও জেলা ও লালমনির হাট আসাদুল হাবিব দুলু, পঞ্চগড় জেলায় ব্যারিস্টার নওশাদ জমির, রংপুর জেলায় সামজ্জোহা খান, নীলফামারী জেলায় আনিসুজ্জামান বাবু, দিনাজপুর জেলায় সৈয়দ জাহাঙ্গির আলম, রংপুর মহানগরে আব্দুল খালেক, গাইবান্ধা জেলায় অ্যাডভোকেট শফিকুল হক মিলন, সৈয়দপুর জেলায় সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া।

ফরিদপুর বিভাগ
রাজবাড়ী জেলায় জহুরুল ইসলাম শাহজাদা মিয়া, ফরিদপুর জেলায় শামা ওবায়েদ, শরীয়তপুর জেলায় খোন্দকার মাশুকুর রহমান, ফরিদপুর মহানগরে সেলিমুজ্জামান সেলিম, মাদারীপুর জেলায় আনিসুর রহমান তালুকদার খোকন।

খুলনা বিভাগ
খুলনা মহানগর অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, চুয়াডাঙ্গা জেলায় ড. মামুন আহমেদ, যশোর জেলায় অনিন্দ্য ইসলাম অমিত, বাগেরহাট জেলায় অধ্যাপক এ বি এম ওবায়দুল, খুলনা জেলায় আজিজুল বারী হেলাল, কুষ্টিয়া জেলায় মো. হারুন অর রশিদ, সাতক্ষীরা জেলায় অধ্যক্ষ সেলিম ভূইয়া, ঝিনাইদহ জেলায় অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, মেহেরপুর জেলায় জয়ন্ত কুমার কুন্ডু, মাগুরা জেলায় কৃষিবিদ শামীমুর রহমান শামীম, নড়াইল জেলায় মিসেস নেওয়াজ হালিমা আরলী।

সিলেট বিভাগ
সিলেট মহানগর অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিলেট জেলায় ড. মো. এনামুল হক চৌধুরী, সুনামগঞ্জ জেলায় খন্দকার আবদুল মোক্তাদির, হবিগঞ্জ জেলায় ডা. সাখাওয়াত হোসেন জীবন, মৌলভীবাজার জেলায় আরিফুল হক চৌধুরী।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নির্বাহী কমিটির সব নেতারা নিজ নিজ জেলার কর্মসূচিতে প্রত্যক্ষভাবে অংশ নেবেন এবং কর্মসূচি সফল করতে সর্বাত্মক সহযোগিতা করবেন। দলের সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা সমন্বয় করবেন।


আমাদের ইউটিউব চ্যানেলে ভার্চুয়াল মতামত ও অন্যান্য ভিডিও পাবেন।

গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।


Public Reaction একটি মতামতভিত্তিক সাইট।
মূলধারার সংবাদ এবং মতামত, প্রবন্ধ, গল্প, কবিতাসহ সৃজনশীল লেখা প্রকাশের একটি মুক্তমাধ্যম এটি। লিখুন আপনিও।
ইমেইল: opinion2mail@gmail.com, info@publicreaction.net