শখ পূরণে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন সৌদি প্রবাসী

:: পা.রি. ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১ বছর আগে

শখের বশে মানুষ কত কিছুই না করে। খরচ করে লাখ লাখ টাকা। আবার সাধ ও সাধ্যের মধ্যে শখের ধরণও হয় আলাদা। তেমনি নিজের স্বপ্ন পূরণের জন্য এবং এলাকাবাসীকে আনন্দ দেওয়ার জন্য হেলিকপ্টারে চড়ে নিজ এলাকায় আসেন এক সৌদি প্রবাসী

তিনি হলেন, কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের শৈলখালী গ্রামের হাজী জয়নাল আবেদীনের ছেলে সৌদি আরব প্রবাসী আবুল কাসেম খাঁন। তার সঙ্গে আসেন সৌদি নাগরিক আব্দুল বাতেন। শত শত উৎসুক মানুষ ভিড় জমায় হেলিকপ্টার ও তাদের দেখার জন্য।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তিনি বাড়ি ফিরেন।

প্রবাসী আবুল কাসেম খাঁনের সঙ্গে আব্দুল বাতেন বাংলাদেশ ঘুরতে আসেন। তিনি পাঁচ দিন বাংলাদেশে থাকবেন। গ্রাম বাংলা তার ভালো লাগে। তিনি কয়েকবার বাংলাদেশে এসেছেন। সৌদি আরবের জোবায়েল শহরের বাসিন্দা আব্দুল বাতেন ব্যবসায়ী।

প্রবাসী আবুল কাসেম খাঁন বলেন, ‘আমি দীর্ঘ দিন প্রবাসী। আমার নিজের স্বপ্ন পূরণের জন্য এবং গ্রামের মানুষ ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে দিতে ব্যতিক্রমভাবে বাড়ি ফিরেছি।’

সৌদি আরবের নাগরিক আব্দুল বাতেন বলেন, ‘আমি বাংলাদেশে কয়েক বার এসেছি। বাংলাদেশ আমার পছন্দের দেশ। ঘুরতে এবং গ্রাম বাংলা ঐতিহ্য দেখার জন্য এ দেশে আসি। নিজের শখ পূরণের পাশাপাশি আমি সাধ্যমতো ধর্মীয় প্রতিষ্ঠান ও বাংলাদেশের মানুষের পাশে থাকি। সহযোগিতা করি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও করব।’