লোকটা জানলই না সে নিঃসঙ্গ লোকটা বুঝলই না একসাথে থাকলে , ঘুমোলে, হৃদয় দান করলে, বৈধ যৌনাবৃত্তি করলে... কেউ কেউ আপন হয় না লোকটা জানলই না নারীর দেহ পেলে হৃদয় পাওয়া যায় না দেহ তো বেশ্যাও দেয় লোকটা জানলই না নারীর হৃদয়ের অতল কত সেকি সমুদ্রের চেয়ে গভীর নাকি আকাশের অসীমের মতো শূন্য লোকটা জানতে চেয়েছিল আজন্ম কাল কিন্তু জানলো না বুঝলো না... অনেক কিছু জেনেও শুধু একজন নারীর দেহ পেল, মন পেল না একদিন লোকচক্ষুর আড়ালে লোকটার হৃদয় মরে গেল শুধু শরীর টা সবাই দ্যাখে লোকটা জানলই না সে একজন মৃত মানুষ।
কবির অন্য কবিতা: সময়ের খন্ডচিত্র
[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]