লায়ন মো. গনি মিয়া বাবুলের কবিতা ‘দুর্ভিক্ষের অবসান’

:: Rayhan Hossain
প্রকাশ: ২ years ago

দুর্ভিক্ষের অবসান

দুর্ভিক্ষের অবসান চান
লাঙ্গল নিয়ে মাঠে যান,
পতিত জমি করলে চাষ
সুখের হবে বসবাস।

কৃষক যদি হয় ক্লান্ত
দুনিয়া হবে অশান্ত,
বীজ সার সেচ যত্ন
চাষে মিলে ফলে রত্ন।

কৃষক কৃষির উন্নয়ন
সরস মাটিতে অধিক ফলন,
খাদ্য শস্যের উৎপাদন
সুখ শান্তি নিরাপদ জীবন।

 

কবি:
লায়ন মো. গনি মিয়া বাবুল
চেয়ারম্যান, কবিসংসদ বাংলাদেশ, স্থায়ী পরিষদ।
সভাপতি, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, কেন্দ্রীয় কমিটি।