লাখের বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসছে

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৩ মাস আগে
সংগৃহীত ছবি

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রায় লক্ষাধিক শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য শিগগিরই গণবিজ্ঞপ্তি জারি করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

আগামী মাস থেকে শুরু হতে যাওয়া এ নিয়োগ প্রক্রিয়ার জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শূন্য পদের তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে।

এনটিআরসিএ সূত্র জানিয়েছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় এক লাখ শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রস্তাবিত ৯৭ হাজার পদের মধ্যে এখনো সাড়ে ১৯ হাজার পদ পূরণ হয়েছে, যেখানে বাকি প্রায় ৭৭ হাজার ৫০০ পদ শূন্য রয়েছে। এর সাথে এ বছর অবসরের কারণে আরও ২০ থেকে ২৫ হাজার পদ শূন্য হয়েছে, যা এই গণবিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত হবে।

গত ৩০ অক্টোবর এনটিআরসিএ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্য পদের চাহিদা আহ্বান করে অনলাইনে ই-রিকুইজিশন কার্যক্রম চালু করেছে, যা ১০ নভেম্বর পর্যন্ত চলবে। অনলাইনে চাহিদা ফি জমা দেয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর পর্যন্ত।

এবার প্রথমবারের মতো ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত আগামী তিন বছরের সম্ভাব্য শূন্য পদের চাহিদা চেয়েছে এনটিআরসিএ। এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য হালনাগাদ করা হয় ই-রেজিস্ট্রেশনের মাধ্যমে।

এনটিআরসিএ সচিব এ এম এম রিজওয়ানুল হক জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর থেকে শূন্য পদের চাহিদা পাওয়ার পর তা যাচাই-বাছাই করে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হবে। অনুমোদন পেলে আগামী তিন মাসের মধ্যে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে।