উলামা পরিষদ বিয়ানীবাজার ইউকের উদ্যোগে কুতবে আলম, ফখরুল মুহাদ্দিসীন, শামসুল আরিফীন, রইসুল কোররা, শাহ সুফী, হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)’র ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি ২০২৩) লন্ডনের সল্যান্ডার গার্ডেন্স মুসলিম কমিউনিটি সেন্টারে মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আল্লামা জিল্লুর রহমান চৌধুরী ছাহেবজাদায়ে দুবাগীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলামের পরিচালনায়, এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা সরকারি আলিয়া মাদরাসার প্রাক্তন মুহাদ্দিস ও ঢাকা সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ভাইস-প্রিন্সিপাল, প্রফেসর, হযরত মাওলানা ইব্রাহিম আলী। মাহফিলে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন লন্ডন নিউক্রস জামে মসজিদের খতিব ও উলামা পরিষদ বিয়ানীবাজার ইউকের সহ-সভাপতি মাওলানা অলিউর রহমান চৌধুরী দুবাগী এবং উলামা পরিষদ বিয়ানীবাজার এর সহ-সভাপতি হাফিজ নাজিম উদ্দিন প্রমুখ।
পাবলিক রিঅ্যাকশনের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বক্তাগণ শামসুল উলামা, বিশ্বনন্দিত সুফী সাধক হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (রহ:)’র আলোকিত জীবনের বিভিন্ন দিক আলোচনা করেন। তাঁরা বলেন, হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রাহিমাহুল্লাহ্ ছিলেন সর্বগুণে গুনান্বিত একজন আল্লাহর ওলী। আর আউলিয়ায়ে কেরামের আলোচনা আল্লাহর রহমত প্রাপ্তির মাধ্যম। তিনি একদিকে কুরআন-হাদীস শিক্ষা দিয়েছেন, অন্যদিকে নির্জনে আল্লাহর যিকরে সময় কাটিয়েছেন। ইলমে হাদীস, ইলমে তাফসীর, ইলমে ক্বিরাত ও ইলমে তাসাউফে তিনি যুগের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন। তিনি ইলমে কিরাতের সনদ দিয়েছেন, হাদীস শরীফের সনদ দিয়েছেন। এগুলোর মাধ্যমে মদীনার সাথে তাআল্লুক সৃষ্টি হয়েছে। তিনি ইসলামের ব্যাপারে আপোষহীন ছিলেন। তাঁর জীবনে সরকার বা কোন ইসলাম বিদ্বেষী, ইসলাম ও মুসলমানের বিরেুদ্ধে কোন সিদ্ধান্ত নিলে সবার আগে গর্জে উঠতেন এবং সফলও হতেন। যারা খালিসভাবে দ্বীনের খিদমত করেন তারাই অধিক সফল। জীবনভর তিনি দ্বীনের খেদমতের পাশাপাশি মানবসেবামূলক কর্মের মাধ্যমে নিজেকে আসীন করেছেন অনন্য উচ্চতায়।
পরিশেষে, মিলাদ শরীফ পাঠান্তে বিশেষ মোনাজাত করা হয়। পরে শিরনি বিতরণের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয়।
আমাদের ইউটিউব চ্যানেলে ভার্চুয়াল মতামত ও অন্যান্য ভিডিও পাবেন।
গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।
Public Reaction একটি মতামতভিত্তিক সাইট।
মূলধারার সংবাদ এবং মতামত, প্রবন্ধ, গল্প, কবিতাসহ সৃজনশীল লেখা প্রকাশের একটি মুক্তমাধ্যম এটি। লিখুন আপনিও।
ইমেইল: opinion2mail@gmail.com, info@publicreaction.net