বসন্তবাতাসে হলো কৃষ্ণচূড়া লাল, কৃষ্ণচূড়ার লাল যে হলো রাধাচূড়ার কাল।। রাধাচূড়া বসন্তবউ সোনারই বরণ, কৃষ্ণচূড়া মনচোরায় মন করে হরণ। রাধাচূড়ার ঘুম আসে না এ কি হইল হাল? ঐ রাধাচূড়ায় ঢেউ খেলে বাউকুড়ানির সনে, তাই না দেখে কৃষ্ণচূড়া নাচে ফুলের বনে। পলাশ শিমুল তারই সাথে মিলায় আরও তাল। ঐ রাধাচূড়া নয়নলোভা ভরা রূপযৌবন, সে রূপের ছটায় জাগে ফাগুনের মৌবন। রাধাকৃষ্ণচূড়ায় বনে উড়ায় প্রেমে পাল। ঐ
রচয়িতা: মোহাম্মদ আব্দুল আজিজ, নিউ ইয়র্ক প্রবাসী।
[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]