রাজা আর সেই দুখীনি বৃদ্ধা

:: আবীরা মুখার্জী ::
প্রকাশ: ১ বছর আগে

রাজা আর সেই দুখীনি বৃদ্ধা
আবীরা মুখার্জী (বয়স-৮)

একদিন রাজা আর সুনীল বিকেলে খেলতে বেরিয়েছে। রাস্তায় তারা দেখল একজন গরীব বৃদ্ধা পথের ধারে শুয়ে রয়েছে।

রাজা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল “তুমি এখানে শুয়ে আছো কেন? কত গাড়ী চলছে, সরে যাও। ওঠো এভাবে রাস্তায় শুয়ে থেকো না, দুর্ঘটনা ঘটতে পারে”।

– আমার নড়াচড়া করার শক্তি নেই বাবা, তিনদিন হলো আমি কিছু খাইনি….

বৃদ্ধার কথায় খুব দুঃখ হলো রাজার। সে এক দৌড়ে বাড়ি গেল, মাকে গিয়ে বলল, “আমায় কিছু খেতে দেবে মা?”

রাজার মা রাজাকে খাবার জন্যে কয়েকটা কেক, বিস্কুট আর মিষ্টি দিলেন। রাজা সেগুলো নিয়ে দে ছুট।

বৃদ্ধার কাছে এসে বলল “এই নাও ওঠ ,খেয়ে নাও এগুলো”।

বৃদ্ধা পরম তৃপ্তি দিয়ে খাবারগুলো খেয়ে রাজাকে অনেক আশীর্বাদ করলেন “তুমি বড় ভাল ছেলে বাবা, ভগবান তোমার মঙ্গল করুন”।

বাড়ি ফিরে রাজা তার মাকে সমস্ত ঘটনা খুলে বলল।

সব শুনে মা বললেন, “আমি খুব গর্ববোধ করছি রাজা, এমনিভাবেই সবসময় তুমি গরীবদের সাহায্য করবে”।

রাজা বলল “আমি প্রাণপণ চেষ্টা করব মা”।