রাজশাহীতে সমন্বয়ককে হাতুড়িপেটা

:: পাবলিক রিঅ্যাকশন ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ২ মাস আগে
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়ক সোহেল রানা

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়ককে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে।

বৃহস্পতিবার সন্ধ্যায় দুই দফায় হামলা চালানো হয় তাঁর ওপর। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।

আহত সোহেল রানা রাজশাহী কলেজের ছাত্র। তিনি বলেন, ছাত্রদল হামলা করে তাঁর ওপর। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহেল রানা জানান, বৃহস্পতিবার বিকালে রাজশাহীর নিউ গভ. ডিগ্রি কলেজ মিলনায়তনে রাজশাহীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। পরে সেটি কালেক্টরেট মাঠে নেওয়া হয়। মাঠে গেলে ছাত্রদলের কিছু নেতাকর্মী তাঁকে মারধর করেন। আরেক দফা হামলার আশঙ্কায় তিনি রিকশায় বিকল্প পথে হাসপাতালের দিকে রওনা দেন। তখন রাজশাহীর মাদ্রাসা মাঠের পাশে রিকশা থেকে নামিয়ে ছাত্রদলের ২০-২৫ জন নেতাকর্মী তাঁকে মারধর করেন। হাতুড়ি ও বাঁশ দিয়ে তাঁকে ইচ্ছেমতো পেটানো হয়।

জানতে চাইলে রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, ‘মূলত সমন্বয়কদের দুই গ্রুপের মধ্যে একটু গন্ডগোল হয়েছে। এই ছেলেটা (সোহেল) আগে জাসদ ছাত্রলীগ করত। পরে সমন্বয়ক হয়ে গেছে। সে সুবিধাবাদী। এ জন্য তাঁর ওপর আক্রমণ হয়েছে বলে শুনেছি।’