অবরোধের আগের রাতে রাজধানীর আরামবাগ, গাবতলী ও গুলিস্তানে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে নটর ডেম কলেজের সামনে, সাড়ে ৮টায় গাবতলী বাস স্ট্যান্ডের সামনে ও গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে রাত নয়টার দিনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত ৮টা ২০ মিনিটে নটর ডেম কলেজের সামনে লাল সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
রাত সাড়ে ৮টায় গাবতলী বাসস্ট্যান্ডের সামনে গাবতলী এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় অবরোধকারীরা। খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
এছাড়াও রাত ৯ টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে সময় নিয়ন্ত্রণ যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
আগুনের খবরের পর পর ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশ, র্যাব ও সরকারের বিভিন্ন কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন। সিআইডির ক্রাইম সিন আলামত সংগ্রহ করছে।
প্রাথমিকভাবে তারা সন্দেহ করা হচ্ছে, অবরোধ আহ্বানকারীরাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।