রাজধানীতে যে দামে গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১ বছর আগে
ফাইল ছবি

রাজধানী ঢাকায় ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রির ঘোষণা দিয়েছেন মাংস ব্যবসায়ীরা। বুধবার (৬ ডিসেম্বর) মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মন্টু এ তথ্য জানান।

তিনি বলেন, মোহাম্মদপুরে মাংস ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সম্মিলিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে রাজধানীতে এক মাসের জন্য ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া প্রতি মাসে গরু কেনাকাটার ওপর নির্ভর করে দাম নির্ধারণ করা হবে। এক মাস পর আবার বসে দাম পুনরায় নির্ধারণ করা হবে।

এদিকে রোববার (৩ ডিসেম্বর) মাংস ব্যবসায়ী, ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন, ক্যাব, ট্যারিফ কমিশন, সুপারশপ প্রতিনিধি এবং ভোক্তা অধিকারের সমন্বয়ে অনুষ্ঠিত এক সেমিনারে বৃহস্পতিবার গরুর মাংসের দাম নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছিল।