ঢাকায় গতকাল রাতটি ছিল রাজধানীবাসীর জন্য আতঙ্কের। রোববার রাত ৮টার দিকে ধানমন্ডির শংকরে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিলে সেখানে আতঙ্ক সৃষ্টি হয়। এরপর, বনশ্রী এলাকায় ব্যবসায়ীকে গুলি করে তার স্বর্ণালংকার ও টাকা ছিনতাই করে অস্ত্রধারীরা।
গোড়ানে, একজনকে কুপিয়ে সবকিছু ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। রাতে ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এসব ঘটনা নিয়ে রাত ৩টার দিকে জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত হন স্বরাষ্ট্র উপদেষ্টা।
ধানমন্ডিতে সন্ত্রাসী মহড়ার গুজব, আতঙ্ক সৃষ্টি
রোববার রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডির শংকর আলী হোসেন বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ১০-১২ জন তরুণ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়, যা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। স্থানীয়রা মসজিদে মাইকে ঘোষণা করেন, ‘ডাকাতদল প্রবেশ করেছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা আশপাশের দোকানে ভয় দেখিয়ে ব্যবসায়ীদের দোকান বন্ধ করতে বাধ্য করে। পরে, ৫-১০ মিনিট পর তারা এলাকা ত্যাগ করে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লেও, পুলিশ জানায়, তরুণদের হাতে কোনো অস্ত্র ছিল না। এ নিয়ে ডিএমপির সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, এটি একটি ভুল বোঝাবোঝি ছিল, এবং পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুট
রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর রামপুরার বনশ্রী ডি ব্লক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে আনোয়ার হোসেন (৪৩) নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে কয়েক রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয় অস্ত্রধারীরা।
পাশের ভবন ধারণ করা ভিডিওতে দেখা গেছে, তিনজন মোটরসাইকেল থেকে নেমে ব্যবসায়ী আনোয়ারের কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। তিনি ব্যাগ ছাড়ছেন না। ধস্তাধস্তির এক পর্যায়ে একজন তাকে গুলি করেন। পরে ব্যাগ ছিনিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় তারা।
রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) মশিউল আলম বলেন, গুলিবিদ্ধ আনোয়ারকে প্রথমে বনশ্রীর ফরাজী হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
আহত আনোয়ারের বন্ধু মজিবুর রহমান বলেন, আনোয়ারের শরীরে চারটি গুলি বিদ্ধ হয়েছে। এছাড়া অন্তত ৬ স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
নিরাপত্তার দাবিতে ঢাবিতে বিক্ষোভ
সামাজিক মাধ্যমে বনশ্রী ও মোহাম্মদপুরে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ছড়িয়ে পড়লে রাত ১টা ১০ মিনিটে তাৎক্ষণিক হল ছেড়ে রাস্তায় নেমে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা। সারা দেশে ধর্ষণ, ছিনতাই ও ডাকাতির প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন তারা। অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি করেন শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা বলেন, গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি বড় অপরাধের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এগুলো প্রতিরোধে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ আমরা দেখিনি। আজও মোহাম্মদপুর, বনশ্রী, ধানমন্ডিতে ছিনতাইকারী ও ডাকাতদের উপদ্রব ছিল। কেউ বাসা থেকে বের হতে নিরাপদ বোধ করছেন না, মানুষ আতঙ্কবোধ করছেন। এমন পরিস্থিতিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে।
গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার জরুরি সংবাদ সম্মেলন
রাতভর পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে রাত ৩টার দিকে বারিধারার ডিওএইচএসে নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করেছে। আমরা যেভাবেই হোক এটা প্রতিহত করব। আওয়ামী লীগের যারা এসব কাজ করছে, তাদের ঘুম হারাম করে দেব।
পদত্যাগ দাবির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার পদত্যাগের দাবি আজকেই প্রথম না। যে কারণে পদত্যাগের কথা বলা হচ্ছে সেই কারণগুলোর যদি উন্নতি হয়, তাহলে তো পদত্যাগের প্রশ্ন থাকে না। তারা চাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয়, আমি সেটা করব।