রমজানে ভারত থেকে আসবে ৮ হাজার টন ছোলা ও মসুর

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১১ মাস আগে

পবিত্র রমজান উপলক্ষে প্রায় প্রতি বছরই ছোলা-ডালসহ অন্যান্য নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির ঘটনা ঘটে। সে কারণে এবারের রামজানে ছোলা ও ডাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জানা গেছে, এবার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৪ হাজার ৬০০ মেট্রিক টন ছোলা আমদানির অনুমতি দিয়েছে সরকার। একই সঙ্গে ৩ হাজার ৪০০ মেট্রিক টন মসুরডাল আমদানির করা হবে।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) সোনামসজিদ স্থলবন্দরের উপ-সহকারী সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রমজান উপলক্ষে ৮ আইপিতে ভারত থেকে ৪ হাজার ৬০০ মেট্রিক টন ছোলা ও ৩ হাজার ৪০০ মেট্রিক টন মসুর ডাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। পর্যায়ক্রমে আমদানিকারকরা এসব পণ্য নিয়ে আসবেন।

সোনামসজিদ স্থলবন্দর পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম বলেন, ‘এখনও ছোলা ও মসুর ডাল ভারত থেকে স্থলবন্দরে আসেনি। তবে শুনিছি আমদানির অনুমতি দেওয়া হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে এসব পণ্য আসবে। স্থলবন্দরে সব কর্যক্রম স্বাভাবিক রয়েছে। প্রতিদিন ২০০-২৫০ টি ভারতীয় পণ্যবাহী ট্রাক স্থলবন্দরে প্রবেশ করছে।’