রমজানের সম্ভাব্য তারিখ জানালো এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি

:: পাবলিক রিঅ্যাকশন ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ২ মাস আগে
ফাইল ছবি

পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র সাত সপ্তাহ বাকি। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২০২৫ সালের ১ মার্চ রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে রমজানের সঠিক তারিখ চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।

রমজান ইসলামি চান্দ্র বর্ষপঞ্জির নবম মাস, যা সারা বিশ্বের মুসলমানদের জন্য একটি পবিত্র সময়। এ মাসে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখা, নামাজ আদায় এবং দান-সদকা দেওয়ার মাধ্যমে আত্মশুদ্ধি ও ইবাদতে মগ্ন থাকেন মুসলমানরা। এই মাসে কোরআন শরিফ নবী মুহাম্মদ (সা.)-এর ওপর অবতীর্ণ হয়েছিল।

সংযুক্ত আরব আমিরাতে রমজান মাসে শ্রম আইন অনুযায়ী কর্মঘণ্টা সংক্ষিপ্ত করা হয়। সাধারণ আট ঘণ্টার কাজ ছয় ঘণ্টায় সীমাবদ্ধ থাকে। তবে এই নিয়ম সব কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য নয় এবং যাতায়াতের সময়কে কাজের সময়ের মধ্যে গণনা করা হয় না।

রমজান শেষে ঈদুল ফিতর উদযাপিত হয়। যদি রমজান ৩০ দিনে পূর্ণ হয়, তবে ৩১ মার্চ সোমবার থেকে ৩ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত ছুটি থাকবে। আর রমজান যদি ২৯ দিনে শেষ হয়, তবে ছুটি শুরু হবে ৩০ মার্চ রবিবার থেকে ২ এপ্রিল বুধবার পর্যন্ত।

উভয় ক্ষেত্রেই সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের জন্য একটি দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হবে, যা পরিবারের সঙ্গে সময় কাটানো, ঈদের নামাজ আদায় এবং দান-সদকার মাধ্যমে উদযাপনের সুযোগ দেবে। তবে চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করে ছুটির নির্ধারিত তারিখ ঘোষণা করা হবে।

রমজান শুরু এবং শেষ হওয়ার সঠিক তারিখ নিশ্চিত করতে চাঁদ দেখা কমিটি কাজ করে। এই কমিটিতে ধর্মীয় পণ্ডিত ও জ্যোতির্বিজ্ঞানীরা অন্তর্ভুক্ত থাকেন।

রমজান আত্মশুদ্ধি, সম্প্রদায়বোধ এবং ইবাদতের মাস। পবিত্র এই মাসটি শুরু হওয়ার আগে মুসলমানরা গভীর শ্রদ্ধা ও প্রস্তুতি নিয়ে এর স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছেন।