যে কারণে হঠাৎ ফেসবুক উধাও

:: পাবলিক রিঅ্যাকশন ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১১ মাস আগে
প্রতীকী ছবি

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকের আইডি মঙ্গলবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ লগআউট হয়ে যায়। পুনরায় লগ-ইনের চেষ্টা করে ব্যর্থ হয় সবাই। ফেসবুকের অ্যাপ, ম্যাসেঞ্জার ও ওয়েবসাইট কাজ করা বন্ধ করে দেয়। তবে রাত সাড়ে ১০টার দিকে আবারও সচল হয় ফেসবুক।

হঠাৎ করে কেন ফেসবুক বন্ধ হয়ে গেলো? এ বিষয়ে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, সাবেক আইবিএম ইঞ্জিনিয়ার এবং ফেসবুকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নিউজ টোয়েন্টিফোরকে বলেন, বিশ্বব্যাপী ফেসবুকের বিভিন্ন সার্ভারে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কায় গ্রাহকদের তথ্যের নিরাপত্তার স্বার্থে ফেসবুক তার সার্ভার ডাউন রাখে। তাদের প্রাথমিক ধারণা, নর্থ কোরিয়া, রাশিয়া ও চীনের সাইবার অপরাধীরা এ ধরনের ঘটনা ঘটাতে পারে। যেহেতু এর আগেও ফেসবুক বড় ধরনের জরিমানার শিকার হয়েছে, তাই তারা তাদের সার্ভারটা সময়িক ডাউন রেখেছে।

উল্লেখ্য, এর আগে অ্যাকাউন্ট হোল্ডারদের তথ্য চুরি হওয়ায় বড় ধরনের ক্ষতিপূরণ দিতে হয়েছিল ফেসবুককে।

এদিকে মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেছেন, টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের সেবা প্রদান কিছুটা বিঘ্নিত হচ্ছে। আমরা দ্রুত এর সমাধানের চেষ্টা করছি।