যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

:: পা.রি. ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১১ মাস আগে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নজরুল ইসলাম ভূইয়া নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নজরুল ইসলাম নোয়াগাঁও গ্রামের সুবেদ আলীর ছেলে ও ওই ইউনিয়নের যুবলীগের সহ-সম্পাদক।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার তালতলা মাঝেরচর এলাকার সিএনজি স্ট্যান্ডে তাকে হত্যা করা হয়।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মাঝেরচর এলাকা থেকে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া যাওয়া জন্য সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে নজরুল। এ সময় স্ট্যান্ডে থাকা অপর অটোরিকশার চালক তাকে নামিয়ে লাইনে থাকা অটোরিকশা দিয়ে যেতে বলে। এতে চালক ও স্ট্যান্ডের লোকজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে নজরুল ইসলাম। এক পর্যায়ে তাকে মারধর ও পিটিয়ে আহত করে তারা। পরে তাকে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৭টায় তার মৃত্যু হয়।

তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।