যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ গ্রেপ্তার

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ২ মাস আগে

রাজধানীর বনানী এলাকা থেকে যুবলীগের সাংগঠনিক সম্পাদক ড. শামীম আল সাইফুল সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বনানী ২৭ নম্বর সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।

তিনি বলেন, বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। হত্যাচেষ্টার একটি তদন্তাধীন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।