যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিলেন নেতানিয়াহু

:: পাবলিক রিঅ্যাকশন ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৭ মাস আগে

হামাসের সাথে বিরোধে জড়িয়ে পড়ার পর ছয় সদস্যের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোমবার এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে রয়টার্স জানায় ইসরায়েলের সরকার থেকে মধ্যপন্থী সাবেক জেনারেল বেনি গ্যান্টজের বিদায় নেওয়ার পর নেতানিয়াহুর এ পদক্ষেপ ব্যাপকভাবে প্রত্যাশিত ছিল।

এতে বলা হয়, নেতানিয়াহু এখন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট, যুদ্ধকালীন মন্ত্রিসভার কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমারসহ মন্ত্রীদের একটি ছোট দলের সঙ্গে গাজা যুদ্ধের বিষয়ে পরামর্শ করবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ও যুদ্ধকালীন মন্ত্রী বেনি গান্তজের পদত্যাগের পরই এই মন্ত্রিসভা ভেঙে দেয়া হলো।

বেনি গান্তজ সরে দাঁড়ানোর পর নেতানিয়াহু সরকারের অতি ডানপন্থী জোটের অংশীদাররা নতুন একটি মন্ত্রিসভা গঠনের দাবি করে।