যুব বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে হেরে বিশ্বকাপ শুরু করা যুবারা দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায়। আয়ারল্যান্ড যুবাদের বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে হারায় ৬ উইকেটে।
ব্লুমফন্টেনে বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। ম্যাচটা জিততে পারলে বাংলাদেশ রানার্সআপ হয়ে পরের ধাপে যাবে। কেননা ভারত টুর্নামেন্টে উড়ছে। প্রতিপক্ষ হিসেবে যুক্তরাষ্ট্রকে খুব মাতামাতি করার সুযোগ নেই। কিন্তু বাংলাদেশ কোনোভাবেই হালকভাবে নিচ্ছে না। কেননা এরই মধ্যে একটি ম্যাচ হেরে গেছে। একটু পা পিছলে গেলেই বড় বিপদ। এজন্য নিজেদের প্রক্রিয়া মেনে সেরা ক্রিকেট খেলে বাংলাদেশ নিশ্চিত করতে চায় দ্বিতীয় ধাপ।
অধিনায়ক মাহফুজুল যুক্তরাষ্ট্রকে নিয়ে বলেছেন, ‘ওরাও ভালো ক্রিকেট খেলছে। আমরা ওদেরকে সহজ প্রতিপক্ষ হিসেবে নিচ্ছি না। আমরা প্রতিটি ম্যাচ বাই ম্যাচ আগাতে চাই। আমরা প্রক্রিয়া অনুসরণ করে নিজেদের সেরা ক্রিকেট খেলতে চাই।’
দুই ম্যাচ খেললেও বাংলাদেশের ব্যাটিং এখনও আশানুরূপ হয়নি। সেঞ্চুরি হয়নি একটিও। ফিফটি পেরিয়েছেন কেবল এক ব্যাটসম্যান। টানা দুই ম্যাচে শিহাব জেমসের ব্যাটে পঞ্চাশ রান এসেছে। তৃতীয় ম্যাচে ব্যাটসম্যানদের থেকে বড় রানের প্রত্যাশায় অধিনায়ক মাহফুজুল। ব্যাটিংয়ে উন্নতির জায়গাগুলো চিহ্নিত করে অধিনায়ক যোগ করেছেন, ‘আমাদের ব্যাটিংয়েও উন্নতির প্রয়োজন। আমাদের ছোট ছোট জুটি হচ্ছে। সেগুলো বড় হলে আমাদের জন্য ভালো হবে। যেমন আমাদের ব্যাটসম্যান ২০-৩০ রান করে আউট হয়ে যাচ্ছে। সেই রান যদি আমরা ৭০-৮০ কিংবা ১০০ তে পরিণত করতে পারি তাহলে ভালো হবে। আমাদের ব্যাটসম্যানদের জুটি বড় হলে আমরা আরও ভালো ক্রিকেট খেলতে পারব।’
সঙ্গে বোলিংটাও আরও আঁটসাঁট চান, ‘বোলিংয়ে উন্নতির জায়গা আছে। আমরা ভালো বোলিং করছি। আমরা যদি এটাকে অতি আত্মবিশ্বাসী হিসেবে নেই তাহলে ভালো হবে না। আত্মবিশ্বাসী থাকা ভালো। আত্মবিশ্বাসী থেকে যতটুকু আরও ভালো করা যায়। আমরা ভালো ফিল্ডিং করছি। আরও যতটা ভালো করা যায় সেদিকে খেয়াল করতে হবে।’