এবারের নতুন সালে শান্তির দেশ চাই, ধর্মবিদ্বেষ আর যুদ্ধের শেষ চাই। জগৎজুড়ে শিশুদের হাসিমাখা মুখ চাই, দুখীদের তরে শুধু সুখ আর সুখ চাই। সবলের হাত ধরে দূর্বলের বল চাই, নির্মল বায়ু আর বিশুদ্ধ জল চাই। জ্ঞানীদের মাঝে যেন গুণীদের দেখা পাই, মানবকল্যাণে আরও বেশি বেশি লেখা চাই। জাতিধর্ম নির্বিশেষে মিলেমিশে থাকা চাই, ছোটদের তরে মনে দয়ামায়া রাখা চাই। লোভীদের মাঝে লোভ লালসার ক্ষয় চাই, পাপীদের মনে যেন অনুতাপ ভয় পাই। চৌদিকে মানবফুলের সুবাসিত ঘ্রাণ চাই, বিশ্বের ঘরে ঘরে আলোকিত প্রাণ চাই। প্রকৃতির সবকিছু অনুকূল থাকা চাই, অধিকার সুরক্ষা সকলের রাখা চাই॥
ছড়াকার: মোহাম্মদ আব্দুল আজিজ, নিউ ইয়র্ক প্রবাসী।