মোহাম্মদ আব্দুল আজিজের ছড়া গান ‘ওরে ভোরের পাখি’

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১২ মাস আগে

ওরে ভোরের পাখি
মোহাম্মদ আব্দুল আজিজ

ওরে ভোরের পাখি
খুললে এবার আঁখি
গানে গানে সুরের বানে
তোল রে ঐকতান ॥

ওরে দোয়েল পাখি
শিস দিয়ে যা ডাকি
তোর গানে সবার প্রাণে
আনে খুশীর বান, (ঐ)

ওরে কোকিল পাখি
মান করেছিস না কী?
নিরবতা ভেঙে বনের
ধর রে এবার গান, (ঐ)

ওরে গানের বুলবুল
তোর গনের যে নাই তুল
মিষ্টি সুরে যা না গেয়ে
সারা দিনমান, (ঐ)

ছড়াকার: মোহাম্মদ আব্দুল আজিজ, নিউ ইয়র্ক প্রবাসী।