মোহাম্মদ আব্দুল আজিজের কবিতা ‘ভালোবাসি’

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১২ মাস আগে

ভালোবাসি

মোহাম্মদ আব্দুল আজিজ

ভালোবাসি ঝর্ণাধারা, নদীর কলতান,
সাঁঝ—প্রভাতে বিজন বনে পাখির কলগান।

ভলোবাসি মাঠের চাষি, কচি সবুজ ধান,
রাখালিয়ার মোহন বাঁশি, ভাটিয়ালি গান।

ভালোবাসি শীতের সকাল, শিশির ভেজা ঘাস,
পৌষ-পার্বন, পিঠাপুলি, পথের ধারে কাশ।

ভালোবাসি নকশিকাঁথা, তেপান্তরের মাঠ,
গাঁয়ের পাশে ছোট নদী, নদীর পাড়ে হাট।

ভালোবাসি নিত্য ভোরে লাল মোরগের বাক্,
ঝিলের জলে শাপলা শালুক, পাতিহাঁসের ঝাঁক।

ভালোবাসি পূর্ণিমার চাঁদ, জোছনাভেজা রাতি,
আঁধার রাতে আলোক করা জোনাকজ্বলা বাতি।

ভালোবাসি বর্ষার গান টাপুরটুপুর ছন্দ,
জুঁই-চামেলি, হাস্নাহেনা, মিষ্টি ফুলের গন্ধ।

ভালোবাসি মায়ের হাসি, মায়ের মুখের ভাষা,
যে ভাষাতে কথা বলে মিটে স্বপ্ন-আশা।

ভালোবাসি আমার আমি, আমার জাতিকুল,
বিশ্বকবি রবীন্দ্রনাথ, বিদ্রোহী নজরুল।

ভালোবাসি অনেককিছু বলার তো নেই শেষ,
মোর ভালোবাসার সীমারেখা অনন্ত অশেষ।।

কবি: মোহাম্মদ আব্দুল আজিজ, নিউ ইয়র্ক প্রবাসী।