মোহরে ফাতেমি প্রদানের মাধ্যমে ৭০ যুগলের বিয়ে হলো ইজতেমায়

::
প্রকাশ: ২ years ago
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট:
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন শনিবার বাদ আসর বিশ্ব ইজতেমা ময়দানের মূল মঞ্চে ৭০ যুগলের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ে পরিচালনা করেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান।

হজরত ফাতেমা (রা.) ও হজরত আলী (রা.) বিয়ের দেনমোহর অনুসারে বিনা যৌতুকে মোহরে ফাতেমি প্রদানের মাধ্যমে এসব বিয়ে হয়।

তাবলিগের রেওয়াজ অনুযায়ী, ইজতেমার দ্বিতীয় দিন বাদ আসর বয়ানমঞ্চের পাশে বসে যৌতুকবিহীন বিয়ের আসর। কনের সম্মতিতে বর ও কনে পক্ষের লোকজনের উপস্থিতিতে ওই বিয়ে হয়।

বিয়েতে মোহরানা ধার্য করা হয় ‘মোহর ফাতেমি’র নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানার পরিমাণ ধরা হয় দেড়শ’ তোলা রূপা বা এর সমমূল্য অর্থ।

বিয়ের পর নবদম্পতিদের সুখ সমৃদ্ধি কামনা করে আল্লাহর দরবারে মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়েছে। এ সময় মঞ্চের আশপাশের মুসল্লিদের মাঝে খেজুর ও মিষ্টি বিতরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমা ময়দানের শীর্ষ মুরুব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান।