পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট:
মেট্রোরেল (এমআরটি লাইন-৬) প্রকল্প বাস্তবায়ন করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আর ভাড়া নির্ধারণ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। মেট্রোরেল আইন ২০১৫ এর ধারা ১৭ অনুসারে সরকারের নির্দেশে এমআরটি লাইন-৬ এর যাত্রী প্রতি ভাড়ার হার নির্ধারণ করা হয়েছে।
মেট্রোরেলের পরিচালন ব্যয়, জনগণের আর্থিক সামর্থ্য বিবেচনায় নিয়ে মেট্রোরেল বিধিমালা ২০১৬ এর বিধি ২২ অনুসারে ভাড়া নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত সেই ভাড়া অনুযায়ী, প্রতি কিলোমিটারে ভাড়া ৫ টাকা, সর্বনিম্ন ভাড়া ২০ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা।
মেট্রোরেলের স্টেশন ভিত্তিক ভাড়ার তালিকায় দেখা গেছে, মেট্রোরেলের প্রথম স্টেশন উত্তরা উত্তর থেকে উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের ভাড়া ২০ টাকা; পল্লবী ও মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা; মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা; শেওড়াপাড়া স্টেশনের ভাড়া ৫০ টাকা; আগারগাঁও ও বিজয় সরণি স্টেশনের ভাড়া ৬০ টাকা; ফার্মগেট ৭০ টাকা; কারওয়ান বাজার ও শাহবাগ ৮০ টাকা; ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয় ৯০ টাকা এবং মতিঝিল ও কমলাপুর স্টেশনের ভাড়া ১০০ টাকা।
একইভাবে কমলাপুর থেকে মতিঝিল, সচিবালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের ভাড়া ২০ টাকা; শাহবাগ এবং কাওরান বাজার স্টেশনের ভাড়া ৩০ টাকা; ফার্মগেট ৪০ টাকা; বিজয় সরণি ও আগারগাঁও ৫০ টাকা; শেওড়াপাড়া ৬০ টাকা; কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের ভাড়া ৭০ টাকা; মিরপুর-১১ ও পল্লবী ৮০ টাকা; উত্তরা দক্ষিণ স্টেশনের ভাড়া ৯০ টাকা এবং উত্তরা সেন্টার ও উত্তরা উত্তর স্টেশনের ভাড়া ১০০ টাকা।
মেট্রোরেলে চলাচল করতে শিশু ও বীর মুক্তিযোদ্ধাদের ভাড়া দিতে হবে না বলে জানিয়েছে কোম্পানিটি। সেক্ষেত্রে অবশ্যই শিশুর উচ্চতা তিন ফুটের কম হতে হবে এবং সঙ্গে অভিভাবকের থাকতে হবে। অভিভাবক সঙ্গে না থাকলে ও তিন ফুটের বেশি হলেই তাকে গুনতে হবে প্রতি কিলোমিটারে পাঁচ টাকা। আর সর্বনিম্ন ভাড়া বিশ টাকা।
অন্যদিকে মেট্রোরেলে বাসের মতো শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া থাকছে না। তবে যারা ম্যাস র্যাপিড ট্রানজিট বা এমআরটি পাস ব্যবহার করবেন, তারা দশ শতাংশ ছাড় পাবেন।
মেট্রোরেলে মাসিক, সাপ্তাহিক, পারিবারিক কার্ডে ভাড়া দেওয়ার বিশেষ সুবিধা থাকবে। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা প্রতিবার ভ্রমণে বিশেষ ছাড় পাবেন।