মৃত্যুদণ্ডাদেশের পর কলমের নিব ভেঙে ফেলা হয় কেন!

:: পা.রি. ডেস্ক ::
প্রকাশ: ১ বছর আগে
প্রতীকী ছবি

সিনেমা বা ছোটপর্দায় অনেক সময়েই দেখা যায়, আদালতে মৃত্যুদণ্ডাদেশের পরেই বিচারক কলমের নিব ভেঙে ফেলেন। বাস্তবেও এমনই ঘটে। কিন্তু আপনি কি জানেন, এর আসল কারণ সম্পর্কে?

মৃত্যুদণ্ডাদেশের পরে কলমের নিব ভেঙে দেওয়ার রয়েছে ইতিহাস। এর সঙ্গে যোগ আছে ব্রিটিশদের তৈরি করা আদালতের বিচারব্যবস্থারও।

তখনই থেকেই চলে আসছে এই রীতি। কিন্তু কেন এমন রীতি?

ব্রিটিশ আমলেই প্রথম বার মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পরে আদালতে বিচারক সেই কলমটি ভেঙে দেন। তার পর থেকেই চলে আসছে এই রীতি। কিন্তু এর কারণটি কী?

পাবলিক রিঅ্যাকশনের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিচারব্যবস্থায় মৃত্যুদণ্ডাদেশ হলো কঠোরতম শাস্তি। এবং আদালতের চোখে ঘৃণ্যতম অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। এভাবে নিব ভেঙে ফেলার অন্যতম কারণ হলো, এই ধরনের অপরাধ যেন আর না ঘটে।

আরো একটি কারণ হলো, মৃত্যুদণ্ডাদেশের পরে এক ব্যক্তির জীবন শেষ হয়ে যায়। তাই তার প্রতীক হিসেবেও এই কাজটি করা হয়।

মৃত্যুদণ্ডাদেশের আদেশ যে কলম দিয়ে লেখা হয়েছে, সেই কলম দিয়ে যাতে আর কখনো কোনো আদেশ লেখা না যায়, সেটির জন্যও এমন একটি প্রথা চলে আসছে।

আরো একটি কারণ আছে এর পেছনে; মৃত্যুদণ্ড একবার দেওয়ার পরে বিচারক নিজে চাইলেও সেই আদেশ বদলাতে পারবেন না। আর সেই কারণেই ভেঙে ফেলা হয় কলম।


আমাদের ইউটিউব চ্যানেলে ভার্চুয়াল মতামত ও অন্যান্য ভিডিও পাবেন।

গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।


Public Reaction একটি মতামতভিত্তিক সাইট।
মূলধারার সংবাদ এবং মতামত, প্রবন্ধ, গল্প, কবিতাসহ সৃজনশীল লেখা প্রকাশের একটি মুক্তমাধ্যম এটি। লিখুন আপনিও।
ইমেইল: opinion2mail@gmail.com, info@publicreaction.net