মুন্নী সাহাকে উদ্ধার করা হয়েছে, গ্রেপ্তার নয়: পুলিশ

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ২ মাস আগে
মুন্নী সাহা। ফাইল ছবি

মুন্নী সাহাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি, নিরাপত্তার স্বার্থে তাকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে আনা হয় বলে জানিয়েছে পুলিশ। রাতে পরিবারের জিম্মায় মুন্নী সাহাকে ছেড়ে দেওয়া হয়।

শনিবার (৩০ নভেম্বর) রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, ‘মুন্নী সাহাকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তবে তাকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত হয়নি। একদল লোক পথরোধ করে ঘিরে দাঁড়ানোর পর সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক মুন্নী সাহাকে উদ্ধার করেছে পুলিশ।’

জানা যায়, শনিবার রাতে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সাংবাদিক মুন্নী সাহাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে উত্তেজিত জনতা।

এ বিষয়ে তেজগাঁও থানার ওসি (তদন্ত) জুয়েল রানা বলেন, ‘কারওয়ান বাজার এলাকায় একদল লোক তার পথরোধ করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

এ ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত সংবাদে বলা হয়, মুন্নী সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে, শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে মুন্নী সাহাকে ছেড়ে দেওয়া হয়। তবে, তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। সেসব মামলায় তাকে আদালত থেকে জামিন হতে নিতে হবে বলে জানিয়েছে পুলিশ।

আগের নিউজ: সাংবাদিক মুন্নী সাহা গ্রেপ্তার

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, ‘‘মুন্নী সাহার বিরুদ্ধে চারটি মামলা আছে। সেই মামলায় তাকে আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন নিতে হবে। যেহেতু তিনি প্যানিক অ্যাটাকের শিকার এবং নারী সাংবাদিক এসব বিবেচনায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।’’

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী যাত্রাবাড়ীতে নিহত হন শিক্ষার্থী নাঈম হাওলাদার। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেন। মামলায় মুন্নী সাহাসহ ৭ সাংবাদিকসহ আরও একাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

টেলিভিশন সাংবাদিক ও টক শো সঞ্চালক হিসেবে পরিচিতমুখ মুন্নী সাহার সাংবাদিকতা শুরু আজকের কাগজ দিয়ে। সেখান থেকে ভোরের কাগজে দীর্ঘসময় কাজ করার পর তিনি যান একুশে টেলিভিশনে। এরপর যোগ দেন এটিএন বাংলায়। বর্তমানে ‘এক টাকার খবর’ নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক তিনি।