মিলিয়নিয়ার হলেন অপু বিশ্বাস

:: আনন্দধারা প্রতিবেদক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৮ মাস আগে

‘ঢালিউড কুইন’খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাসের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ১০ লাখ অতিক্রম করেছে। এক বছর পূরণ হওয়ার আগেই এই সাবস্ক্রাইবার হলো।

এ দিকে ১০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক অতিক্রম করায় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব থেকে অপু বিশ্বাসকে গোল্ডেন প্লে বাটন দেয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল ২২ মে রাজধানীর এবি ক্যাফেতে কেক এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাটনটির মোড়ক উন্মোচন করেন অপু বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি, ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, মডেল ও ব্র্যান্ড প্রমোটর বারিশা হক। এদিকে বিশেষ দিনটিতে অপুকে শুভেচ্ছা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার কিছু ভক্তরা হাজির হন।

এক বছরের মাথায় পাওয়া এই সাফল্যে উচ্ছ্বসিত অপু বিশ্বাস। এ জন্য তার ফ্যান ফলোয়ারদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি অপু বিশ্বাস তার এই ইউটিউব চ্যানেলে নাটক ও সিনেমা প্রচার করারও ঘোষণা দেন।