আমার মতো থাকি আমি ব্যথার সুরে ডাকি আমি, দুঃখ জমিয়ে রাখি আমি মা হারা এক পাখি আমি। সাহারা এই বুকে জমা স্মৃতি করি সুখে জমা। আপন যেজন দূরে থাকে আমার আকাশ জুড়ে থাকে। গান কবিতার সুরে থাকে, বুকের অন্তঃপুরে থাকে। মা মানে তো আলো আশা স্বার্থ বিহীন ভালোবাসা।
কবি: আলমগীর কবির, রাজাপুর, বড়াইগ্রাম, নাটোর।
[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]