মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর

:: পা.রি. ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১ বছর আগে
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন। সংগৃহীত ছবি

মালয়েশিায়ায় অবৈধ অভিবাসীদের বৈধতার প্রোগ্রাম শেষ হবে চলতি বছরের ৩০ জুন। আরটিকে ২.০ কর্মসূচির অধীনে বৈধ হতে যারা নাম নিবন্ধন করেছেন তাদের যাচাই প্রক্রিয়া শেষ হবে চলতি বছরের ৩১ মার্চ।

এরপর ৩০ জুনের মধ্যে ওয়ার্কফোর্স রিক্যালিব্রেশন (আরটিকে ২.০) কর্মসূচির অধীনে অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস (পিএলকেস) দেওয়া হবে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সেলাঙ্গর স্টেট (শাহ আলম) ইমিগ্রেশন বিভাগের ওয়ার্কফোর্স রিক্যালিব্রেশন প্রোগ্রাম ২.০ কার্যক্রম পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব হাজি রুজি বিন হাজি উবি, ইমিগ্রেশন মহাপরিচালক রুসলিন বিন জুসোহ, ডেপুটি ডিরেক্টর জেনারেল অব ইমিগ্রেশন (নিয়ন্ত্রণ) কেন লেবেন ও এবং সেলাঙ্গর স্টেট ইমিগ্রেশন ডিরেক্টর তুয়ান খাইরুল আমিনুস বিন কামারউদ্দিন উপস্থিত ছিলেন।

দেশটির পাঁচ গুরুত্বপূর্ণ খাতে সরকারের দেওয়া ওয়ার্কফোর্স রিক্যালিব্রেশন (আরটিকে ২.০) কর্মসূচির নিবন্ধন প্রক্রিয়া শুরু হয় গত বছরের ২৭ জানুয়ারি। শেষ হয় গত ৩১ ডিসেম্বর। নিবন্ধন প্রক্রিয়া চলে পুরো এক বছর।

আরটিকে ২.০ কর্মসূচিতে কতজন বাংলাদেশি আবেদন করেছেন তা জানা যায়নি। তবে মালয়েশিয়ায় বিদেশি কর্মীর সংখ্যা বিবেচনায় বাংলাদেশ দ্বিতীয় স্থানে থাকলেও রিক্যালিব্রেশন প্রক্রিয়ার আওতায় প্রথম স্থানে চলে আসবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন মহাপরিচালক রুসলিন জুসোহ।